প্রথমবার নাটকের জন্য গান করলেন ‘সারেগামাপা’খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। তবে শুধু গান নয়, এই নাটকের একটি অংশে দেখাও যাবে তাকে। নাটকের শুটিং শেষ হয়েছে এরইমধ্যে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। 

‘পারবোনা ভুলতে তোকে’ শিরোনামে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। ভালোবাসা দিবসে সাউন্ডটেক চ্যানেলে প্রকাশ হবে নাটকটি। আলাদাভাবে গানও প্রকাশ করা হবে। 

গান প্রসঙ্গে নোবেল বলেন, ‘এটি নতুন এক অভিজ্ঞতা। নাটকের গান এর আগে করা হয়নি। ভালো লাগছে কাজটি করে। গানের কথা ও সুর বেশ ভালো লেগেছে। অপেক্ষায় আছি কবে প্রকাশ পাবে। সবার ভালো লাগবে আশা করি।'

মাঈনুল আহসান নোবেল

কলকাতার জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পান নোবেল। দুই বাংলাতেই জনপ্রিয়তা তিনি। প্রশংসার পাশাপাশি বিতর্কেও জড়ান এই সংগীতশিল্পী। তবে কিছুদিন ধরে নোবেলের ফেসবুক পেজে দেখা যাচ্ছে এসব সমালোচিত কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে চাইছেন। চেষ্টা করছেন নিজের ইমেজটাকে নতুন করে দাঁড় করাতে।

উল্লেখ্য, গত বছর প্রকাশ পায়ে নোবেলের প্রথম গান ‘তামাশা’। যেটি তুমুল বিতর্ক ও সমালোচনা তৈরি করে। পরবর্তীতে প্রকাশ হয় দ্বিতীয় গান ‘অভিনয়’। এটি দিয়ে পুরোনো বিতর্ক ভুলে শ্রোতাদের মন জয় করেন এই গায়ক। 

এমআরএম