বছর ঘুরে আবারও ‘গণ্ডি’র প্রদর্শনী
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আবারও দেখানে হবে ‘গণ্ডি’। পাবালিক লাইব্রেরিতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা, দুপুর ৩টা ও সন্ধ্যা ৬টায় প্রদর্শন হবে সিনেমাটি। নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
২০২০ সালের ৭ ফেব্রুয়ারি ২০ হলে মুক্তি পায় ‘গণ্ডি’ সিনেমাটি। পরিচালনা করেন ফখরুল আরেফিন। মূল দুটি চরিত্রে অভিনয় করেন দুই বাংলার গুণী অভিনয়শিল্পী সূবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও রয়েছেন মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ।
বিজ্ঞাপন
শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তারা বাড়িতে একা থাকেন। তাদের ছেলেমেয়েরা বিদেশে নিজেদের মতো ব্যস্ত। কোনো একদিন এই দুজনের পরিচয় হয়। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। তাদের সিদ্ধান্তে বাঁধা হয়ে দাড়ায় পরিবারের মানুষরা।
পরিচালক ফখরুল আরেফিনের দ্বিতীয় সিনেমা ‘গণ্ডি’। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শুভজিৎ রায়ের গল্পটি পড়ার পরই এটি সিনেমার নিয়ে আসার পরিকল্পনা করি। বন্ধুত্বকে কোনো গণ্ডিতে আটকে রাখা যায় না। সেটি বয়স, নারী-পুরুষ বা ধর্ম মানে না। কিন্তু আমাদের সমাজে এই প্রতিবন্ধকতাগুলো রয়েছে। সেটি দূর হওয়া প্রয়োজন। সেই চিন্তা থেকে সিনেমাটি নির্মাণ করা।’
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের লন্ডনের ভ্যালেন্টাইন পার্ক, ইল ফোর্ড, ইস্ট চ্যাপেল, এন ফিল্ড, পিকাডলি সার্কাস ছাড়াও ঢাকা ও কক্সাজারের বেশ কয়েকটি লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘গণ্ডি’।
এমআরএম