দেশের এই সময়ের গুণী সংগীত শিল্পীদের একজন সমরজিৎ রায়। এবার তিনি নিয়ে আসছেন নতুন গান ‘তার লাগিয়া কেমন লাগে’। শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই।

গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিংয়ে জে কে মজলিশ। দৃশ্যধারণে ছিলেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনায় মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সবসময় যে ধারার গান শুনতে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। প্রিয় গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের গানটি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, যা সব ধরণের শ্রোতারই ভালো লাগবে বলে বিশ্বাস।’

আগামী ২৫ ফেব্রুয়ারি গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, বর্তমানে কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে অনলাইন ভিত্তিক সঙ্গীত পাঠশালা 'সুরছায়া'র ক্লাস, রেকর্ডিং, ফেসবুক লাইভ, বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানসহ সারা দেশে স্টেজের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন সমরজিৎ রায়।

আরআইজে