২২-০২-২০২২ : বিশেষ তারিখে মাহি-পূজাদের বিশেষ মিশন!
সচরাচর এমন তারিখের দেখা পাওয়া যায় না। গতকাল ২২ ফেব্রুয়ারি (২২,০২,২০২২) ছিল ব্যতিক্রম একটি তারিখ। দিন, মাস ও বছরের সংখ্যাগুলো প্রথম দিক থেকে পড়লে যেমন, শেষের দিক থেকে পড়লেও একই!
বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ মিশনে নেমেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, গায়িকা বাঁধন সরকার পূজাসহ আরও কয়েকজন। তারা সবাই গেছেন মাওয়া ঘাটে, মধ্যরাতে খেয়েছেন ইলিশ ভাজা, করেছেন ইচ্ছেমতো আনন্দ-হৈচৈ। পথে মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের মাঝে বসে পড়েন সবাই। আলো ঝলমলে ফাঁকা রাস্তায় সারিবদ্ধভাবে বসে হন ক্যামেরাবন্দি।
বিজ্ঞাপন
এই বিশেষ সফরে ছিলেন মাহিয়া মাহি, তার স্বামী রাকিব সরকার, গায়িকা পূজা, নায়ক শিপন মিত্র, নবাগত নায়িকা রাজ রিপা ও নির্মাতা চন্দন রায় চৌধুরী। মজার ব্যাপার হলো, মাওয়া গিয়ে মাহি নিজেই ইলিশ মাছ ভাজেন। সেই মাছই সবাই খেয়েছিল।
নির্মাতা চন্দন জানান, মাহির উদ্যোগেই দিনটিকে স্মরণীয় করতে পেরেছেন তারা। কারণ উদ্যোগটা নায়িকার। তার ভাষ্য, ‘মাহি কাল হঠাৎ ফোন দিয়ে বলল সন্ধ্যার পর ফ্রি থাকতে। আমি জানি সে কোন ধরনের পাগল। বলেছে মানে সেটাই হবে। শুটিং ছিল, সেটা বাতিল করেই আমরা একসঙ্গে সময় কাটিয়েছি।’
বিজ্ঞাপন
মাহি-পূজারা কাছাকাছি সময়েই শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন। সময়ের নানা পালাবদল পেরিয়ে তারা এখনো বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন।
এ প্রসঙ্গে মাহি গণমাধ্যমকে বলেন, ‘জানি না জীবনে এমন সংখ্যার তারিখ আর পাব কি না! তাই ভাবলাম দিনটাকে স্মরণে রাখার জন্য কিছু করি। পূজা, শিপন, রিপা, চন্দন—সবাই আমার খুব কাছের। তাদের নিয়েই সমস্ত পরিকল্পনা করলাম। রাস্তা আটকে সবাই আড্ডা মেরেছি, দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি।’
কেআই/আরআইজে/জেএস