বাংলাদেশের প্রথম সিগনেচার সিরিজের গিটার
অনলাইন ভিত্তিক বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেশি জোস কাস্টমস’ সম্প্রতি তাদের প্রথম সিগনেচার সিরিজের গিটার নিয়ে এসেছে। আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফায়সাল আহমেদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে বাজারে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটির এই ‘রুবেন কাস্টমস গিটার’।
গিটারটি হাতে পেয়ে কাজী ফায়সাল আহমেদ বলেন, ‘একটা সময় ছিল যখন আমাকে একটা ইলেক্ট্রিক গিটার কেনার জন্য লম্বা সময় ধরে টাকা জমাতে হতো। আর এখন রীতিমতো স্টেজে বাজাবার উপযোগী ইলেক্ট্রিক গিটার খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছি। এটা সত্যিই অনেক ভালো লাগার ব্যাপার।’
বিজ্ঞাপন
বেশি জোস কাস্টমসের প্রতিষ্ঠাতা নাফিজ আল আমিন বলেন, ‘বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল, অনেক প্রতিকূলতাও ছিল। কিন্তু আমরা থামিনি। সব প্রতিকূলতা ডিঙিয়ে কাজ করে গেছি। আমাদের কাজের গুণগত মান রক্ষায় যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আমার টিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’
মিউজিক পয়েন্টের সহযোগিতায় এই গিটার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্রিপটিক ফেট’ ব্যান্ডের গায়ক সাকিব চৌধুরী। প্রাথমিকভাবে চারটি রঙে পাওয়া যাচ্ছে গিটারটি- সাদা, কালো, বাম্বেলবী ইয়েলো এবং ব্লাড রেড। যার দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার টাকা। গিটারটির ফুল ফ্লয়েড রোজ ভার্সনটিও দ্রুত গ্রাহকদের হাতে পৌঁছে যাবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০১৫ সালে ক্ষুদ্র পরিসরে ‘বেশি জোস কাস্টমস’ কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি তখন ড্রামস বানাত। যা ‘বেশি জোস ড্রামস’ নামে পরিচিতি ছিল। ধীরে ধীরে তারা কাহনসহ আরও কিছু পারকাশন প্রস্তুত শুরু করে। ২০১৯ সালে ‘রুবেন কাস্টমস গিটার’ তৈরির মাধ্যমে ‘বেশি জোস ড্রামস’ থেকে ‘বেশি জোস কাস্টমস’ হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত ১৫টির মতো গিটার তৈরি করেছে তারা। ‘বেশি জোস কাস্টমস’ একমাত্র বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা প্রথম কোন বাংলাদেশী শিল্পীকে সমর্থন করছে।
আরআইজে