বচ্চন পান্ডে ছবিতে অক্ষয় কুমারের নতুন লুক যারা দেখেছেন তাদের খানিক চমকে উঠতেই হয়েছে। আর এবার নতুন গানে অভিনেতাকে দেখে আরও চমক লাগল।

সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বচ্চন পাণ্ডে ছবির গান ‘মার খায়েগা’। 

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন গানের ঘোষণা করেন অক্ষয় কুমার। ইউটিউবে মুক্তি পেতেই এই গানের ভিউ বাড়ছে। মাত্র কয়েক ঘণ্টাতেই এই গানের ভিউ ছাড়িয়েছে প্রায় দেড় কোটি। 

বচ্চন পাণ্ডে ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজ, কৃতী শ্যানন, আরশাদ ওয়ার্সি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংকে।  

মাত্র কয়েকদিন আগেই এ ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন অক্ষয় কুমার। নতুন পোস্টারে রুক্ষ চেহারায় দেখা যাচ্ছে অভিনেতাকে। 

পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, একটা চরিত্রে এত বৈচিত্র রয়েছে, যা একটা রঙের দোকানেও থাকে না। বচ্চন পাণ্ডে আপনাকে ভয় দেখানো, হাসানো, কাঁদানো সব কিছুর জন্য তৈরি। দয়া করে আপনাদের ভালোবাসা দিন। 

অক্ষয় কুমারের নতুন লুকে তাকে নীল চোখ, মুখে রাগের অভিব্যক্তি এবং হেড গিয়ার পরে দেখা যাচ্ছে। আগামী ১৮ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।  

বচ্চন পান্ডে ছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে একাধিক ছবি। খুব শিগগিরই তাকে দেখা যাবে রাম সেতু, পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন, ওহ মাই গড টু, মিশন সিনড্রেলা প্রভৃতি ছবিতে।

এনএফ