ইমরান খান-রেখার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল!
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন পাকিস্তানের বর্তমান অধিনায়ক ইমরান খান। আর বলিউডে রেখাকে এক নামে চেনেন যে কেউ। নিজ নিজ আঙিনায় তারা অনন্য। আজ দু’জনের ঠিকানা দু’পথে চলে গেলেও তারা হতে পারতেন ‘স্টার কাপল।’
ইমরান খানের নারীসঙ্গ নিয়ে সবসময়ই আলাপ হয়েছে। তরুণ বয়সে ইমরান খান যখন পাকিস্তান দলের অধিনায়ক তার আশপাশে সুন্দরীদের ভিড় লেগেই থাকত।
বিজ্ঞাপন
ইমরান খানকে জড়িয়ে যে নারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে তাদের মধ্যে অন্যতম রেখা। অতীতে ভারত পাকিস্তানের মধ্যে প্রায়শই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হতো। ফলে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যাতায়াতও হতো। সেই সুবাদে বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র তৈরি হয়। এই সময় ইমরান বলিউডের সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। যা নিয়ে তৎকালীন সংবাদপত্রে লেখা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রিপোর্ট অনুযায়ী, ইমরান খান স্বীকার করেছিলেন যে তিনি বলিউড অভিনেত্রী রেখাকে বিয়ে করতে যাচ্ছিলেন। রেখার মা এই সম্পর্ক নিয়ে খুশি ছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছিল যে ইমরান খান ও রেখা দুজনে মুম্বাইয়ের সি বিচে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন। সেই রিপোর্টে অভিনেত্রীদের ডেটিং করার ব্যাপারে ইমরানের বক্তব্য দেওয়া আছে। তিনি একসময় বলেছিলেন, স্বল্প সময়ের জন্য অভিনেত্রীদের সঙ্গ ভালো। আমি তাদের সঙ্গ উপভোগ করি এবং তারপর সরে যাই। আমি কোনওদিন অভিনেত্রীদের বিয়ে করার কথা ভাবিনি।
বিজ্ঞাপন
রেখাকে নিয় গুঞ্জন উঠলেও ১৯৯৫ সালে ইমরান বিয়ে করেন জেমিমা গোল্ডস্মিথকে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে বিয়ে করেন রেহাম খানকে। সেই বছরই ডিভোর্স হয় দুজনের। ব্রিটিশ এই সাংবাদিকের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর দু’জনের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চলে দীর্ঘদিন। ২০১৮ সালে ইমরান তৃতীয়বারের জন্য বিয়ে করেন বুশরা বিবিকে।
এনএফ