২০১৪ সালে বলিউডের সুরকার অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন সাবেক প্রেমিকা। কিন্তু ২০১৭ সালে সেই মামলায় তাকে নির্দোষ ঘোষণা করে আদালত। এ মামলার পর থেকেই তার ক্যারিয়ার পড়তে শুরু করে। যা এখনও অব্যাহত আছে। তাই মেধা থাকা সত্ত্বেও বলিউডের কোনো সিনেমার গান গাওয়া কিংবা সুর করার জন্য ডাক পান না তিনি। 

আক্ষেপ করে এ সুরকার বলেন, কেউ কোনো কারণ বলে না। কেবল বিভিন্ন কাজ থেকে আমার নাম বাদ দিয়ে দেয়। এমন একাধিক গান রয়েছে, যার কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কিন্তু শেষ মুহূর্তে সব কাজ বাতিল হয়ে যায়।

তিনি জানান, হাত গুটিয়ে বসে নেই। হাল ছাড়বেন না। যতটুকু সুযোগ তার কাছে এসেছে, তিনি তা দিয়েই নিজের মাটি শক্ত করবেন।

২০১৪ সালে ভার্সোভা থানা এলাকা থেকে অঙ্কিতকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের অক্টোবর মাস থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন অঙ্কিত। ২০১৭ সালের এপ্রিল মাসে প্রমাণের অভাবে তাকে এ মামলা থেকে মুক্তি দেয় আদালত।

সম্প্রতি স্টার প্লাস চ্যানেলের রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে অংশগ্রহণ করেন অঙ্কিত। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী পল্লবী শর্মা। ওই অনুষ্ঠানে নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

এসকেডি