জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটছে রণবীর-আলিয়ার। রবিবার (৬ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড সহকর্মী গাল গাদোতও।

মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন আলিয়া। ইনস্টাগ্রামে আলিয়া লেখেন, ‘আমাদের জীবনের সেরা খবরটা এলো— আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে, সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।’

পোস্টের মন্তব্যের ঘরে ‘হার্ট অব স্টোন’ সহকর্মী নতুন মাকে (আলিয়া) শুভেচ্ছা জানান হলিউড অভিনেত্রী ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গাল গাদোত। অভিনেত্রী লেখেন, ‘অভিনন্দন’ (সঙ্গে জুড়ে দিয়েছেন ‘হৃদয়’ ইমোজি)।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। এই ছবির শুটিং চলাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। প্রযোজক ও সহ-অভিনেতা গাল গাদোতের সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতা শেয়ার করে সেসময় তার ভূয়সী প্রশংসাও করেন তিনি। ছবিটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে আলিয়ার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কেএইচটি/আরআইজে