নিজের পরবর্তী সিনেমায় কোনো কিছুর খামতি রাখতে চাচ্ছেন না বলিউড সুপারস্টার সালমান খান। ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতে এমনিতেই তারকার ছড়াছড়ি। শোনা যাচ্ছে, নতুন করে এতে যুক্ত হতে যাচ্ছেন সালমানের পুরনো দুই নায়িকা।

একটি নির্ভরযোগ্য সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন— “সালমান ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী ভাগ্যশ্রী ও ভূমিকা চাওলার সঙ্গে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তারা। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় ভাগ্যশ্রীর সঙ্গে ও ‘তেরে নাম’ সিনেমায় ভূমিকা চাওলার সঙ্গে সর্বশেষ অভিনয় করেন সালমান। সিনেমাটিতে এই দুই অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।’’

তাছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ ডিসেম্বর ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির কথা থাকলেও পিছিয়েছে মুক্তির তারিখ। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। এতে সালমানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন পূজা হেগড়ে।

কেএইচটি