সম্প্রতি দক্ষিণের সিনেমার চাপে অনেকটাই গতিপথ থেকে ছিটকে গেছে বলিউড। পরপর প্রায় সবগুলো হিন্দি সিনেমার কপালে জুটছে ‘ফ্লপ’ কিংবা ‘ডিজাস্টার’ তকমা। কোনোভাবেই লাভের মুখ দেখছিল না নির্মাতারা। কিন্তু এবার দৃশ্যপটে কিছুটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বলিউড অভিনেতা অজয় দেবগনের ‘দৃশ্যম ২’-এর হাত ধরে দৃশ্যবদল হচ্ছে বলিউডের!

শুক্রবার (১৮ নভেম্বর) মুক্তির দিনে যেখানে আয় হয়েছিল ১৫ কোটি টাকা। দ্বিতীয় দিন শেষে ঝুলিতে প্রায় ৪০ কোটির কাছাকাছি। লাভের অংক প্রায় ৪৭ শতাংশ বেড়ে গেল। স্পষ্টতই, ধুকতে থাকা বলিউডে প্রাণ সঞ্চার করতে চলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’।

চিত্রনাট্য টানটান। সেই সঙ্গে নায়ক একাই একশ। বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয়কে ‘রত্ন’ বলেই মনে করছেন অনুরাগীরা। দেশের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছে ছবিটি। সারা দিনের সব শো হাউজফুল থাকায় রাতেও শো সংখ্যা বাড়িয়ে দিয়েছে মাল্টিপ্লেক্সগুলো। আয়ও বাড়ল রাতারাতি। শুধু তা-ই নয়, দেশের বাইরেও ছুটছে ‘দৃশ্যম ২’-এর জয়রথ। সৌদি আরবে ২.৫ কোটি, কানাডায় ২ কোটি, ইংল্যান্ড-সহ ইউরোপীয় দেশগুলো মিলিয়ে ৩ কোটিরও বেশি টাকা তুলে নিয়েছে অভিষেক পাঠক পরিচালিত এই ক্রাইম থ্রিলার।

রিমেক হওয়া সত্ত্বেও কোনো বলিউড ছবি নিয়ে হইচই অনেকদিন পর। আইনের ফাঁক গলে পুলিশের প্রতিটি চালে পাল্টা চাল দেয় বিজয়। সেই ভূমিকায় অজয়ের অভিনয়ই এ ছবির মূল আকর্ষণ। টিকিটের এত চাহিদা যে, কুলিয়ে উঠতে পারছে না প্রেক্ষাগৃহগুলো। মাল্টিপ্লেক্সগুলো মাঝরাতেও শো রাখতে বাধ্য হচ্ছে। সবাই দেখতে চাইছেন ‘দৃশ্যম ২’। এমন দৃশ্য বলিউড যেন ভুলতে বসেছিল।

কেএইচটি