শুটিংয়ে দুর্ঘটনা, হাসপাতালে রণদীপ হুদা
ফাইল ছবি
শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি সিনেমার শ্যুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুটিংয়ের আগে ঘোড়ায় চড়ার ট্রেনিং করছিলেন বলিউডের এ অভিনেতা। সেই সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ঘোড়ার ওপর থেকে মাটিতে পড়ে যান তিনি। এ ঘটনায় গুরুতর আঘাত পান রণদীপ।
বিজ্ঞাপন
পরবর্তীতে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রণদীপের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সালমান খানের সঙ্গে ‘রাধে’ চলচ্চিত্রের একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার সময় চোট পেয়েছিলেন রণদীপ।
এমজে