এত দিন স্বামী আদিলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। প্রতারণা, চুরি থেকে হিংসা- আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ টেলি তারকার। এমনকি, স্বামীর বিরুদ্ধে জোর করে যৌন সঙ্গমের অভিযোগও এনেছেন ‘বিগ বস’ খ্যাত তারকা। এবার, আদিলের পরিবারের বিরুদ্ধে মুখ খুললেন রাখি। তিনি হিন্দু বলেই আদিলের পরিবার তাকে বাড়ির বৌ হিসেবে স্বীকার করছেন না, বিস্ফোরক অভিযোগ তার।

রাখি ও আদিলের দাম্পত্য কলহের পানি গড়িয়েছে আদালত পর্যন্ত। আদিলের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন রাখি। আপাতত হেফাজতে রয়েছেন আদিল। এবার রাখির অভিযোগ, ধর্মের কারণে তাকে মেনে নিচ্ছে না আদিলের পরিবার। আদালত থেকে বেরিয়ে রাখি দাবি করেন, ‘আদিল এখনও আমার স্বামী, আমি ওর স্ত্রী। আমি ন্যায় বিচার চাই।’ 

রাখি আরও বলেন, ‘আমি আদিলের বাবার সঙ্গে কথা বলেছি। আমি হিন্দু বলে ওরা আমাকে মেনে নিচ্ছেন না। আমি জানিয়েছি যে, বিয়ের পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার পরেও উনি আমার ফোন তুলছেন না। আদিল আমাকে বার বার ‘তালাক’-এর হুমকি দিচ্ছে।’

আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে এর আগে জনসমক্ষে তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন রাখি। যদিও আইনি মতে এখনও তারা বিবাহিত বলেই দাবি টেলি তারকার। গণমাধ্যমকে রাখি বলেন, ‘আমি ওকে ডিভোর্স দিতে চাই না। আমার কাছে বিয়ের সব কাগজপত্র আছে। আমি ন্যায় বিচার চাই।’ 

তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে আমাদের বিয়ে হয়েছিল। আইনি মতে বিয়ের পরে আমাদের নিকাহ হয়েছিল। সেই মতো আমি ইসলাম ধর্মও গ্রহণ করি।’ 

চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে রাখি ও আদিলের বিয়ের খবর। জানা যায়, গত বছর মে মাসে সই-সাবুদ করে আইনি মতে বিয়ে করেছিলেন রাখি ও আদিল। প্রকাশ্যে আসে তাদের বিয়ের ছবিও।

এমএ