অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া ব্যবসা শুরু করেছেন অনেক আগে। কিন্তু সে সবই সিনেমা কেন্দ্রিক। কিছুদিন আগেই খবর প্রকাশ হয়েছিল নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলছেন তিনি। নাম দিয়েছেন ‘সোনা’।

রেস্তোরাঁয় দেয়াল ঘেঁষা বসার জায়গা

সম্প্রতি উদ্বোধন হলো ‘সোনা’র। এরপরই প্রকাশ্যে এলো রেস্তোরাঁর রাজকীয় অন্দরমহলের ছবি। কিন্তু প্রিয়াঙ্কার জন্য দুঃখের বিষয়, শুটিংয়ের জন্য রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি।

রেস্তোরাঁর অন্দরমহল পুরোনো প্রাসাদের আঙ্গিকে ডিজাইন করা হয়েছে

প্রিয়াঙ্কা চোপড়া ‘সোনা’র ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ সোনার উদ্বোধন হলো। সুস্বাদু ভারতীয় খাবারের কথা মাথায় রেখে শুরু করা হয়েছিল। তবে এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি সকলকে এখানে স্বাগত জানাচ্ছি। নিউ ইয়র্কের বুকে এক টুকরো ভারতের থাকার অভিজ্ঞতা অনুভব করতে পারবেন।’

রেস্তোরাঁর রান্নার জায়গা

প্রিয়াঙ্কার রেস্তোরাঁটি লম্বা আকারে। বসার জায়গাগুলো রয়েছে দেয়াল ঘেঁষে ও মাঝে। রেস্তোরাঁর থামগুলো খানিকটা ভারতীয় প্রাসাদের আদলে তৈরি। মেঝে তৈরি হয়েছে কাঠ দিয়ে। ভেতরের পুরো জায়গা সোনালি থিমে সাজানো।

রেস্তোরাঁর বার কাউন্টার

প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁর রান্নাঘর থেকে এই ছবিটি শেয়ার করেন শেফ হরি নায়েক। ক্যাপশনে লিখেছিলেন 'ঝড় ওঠার আগে শান্ত।'

এমআরএম/এমএমজে