বড় পর্দা থেকে টেলিভিশনের পর্দা—সবখানেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এবার ওটিটির পর্দায়ও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন আরেকবার। দর্শকপ্রিয়তার কারণে ‘বিগ বস: ওটিটি সিজন ২’-এর সময়সীমা বাড়ল আরও দুই সপ্তাহ। বিষয়টি নিশ্চিত করেছেন শোয়ের সঞ্চালক খোদ সালমান খান।

দুই সপ্তাহ মেয়াদ বেড়ে যাওয়া নিয়ে সালমান বলেন, ‘বিগ বস ওটিটি ২’ প্রথম দু’সপ্তাহে ৪০০ কোটি মিনিট দেখা হয়েছে। আপনাদেরকে (প্রতিযোগীদের) আমার থেকেও বেশি দেখা যাচ্ছে। মানুষ এটা দেখতে পছন্দ করছেন। এই মৌসুম তাই আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

সালমান আরও বলেন, ‘এখন আপনার (প্রতিযোগীর উদ্দেশ্যে) দায়িত্ব এটা নিশ্চিত করা যাতে লোকেরা এটিকে আরও বেশি পছন্দ করেন, এটা আরও বেশি করে দেখেন। আপনাদের প্রত্যেকের নিজের কাজ করা দরকার, অন্য কারোর নয়। এটিই হলো শিল্প নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির মূল কথা। আপনাকে কেবল নিজের ওপর নজর দিতে হবে। আপনার চুল, আপনার পোশাক, আপনার বুদ্ধি, আপনার শরীর, আপনার মেকআপ, আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য ব্যস্ত থাকুন। অন্যকোনো ব্যবসা, শিল্প বা কাজ নয়, নিজেকে নিয়ে মাথা ঘামান।’

সিনেমায় কাজ করা প্রসঙ্গে এ সুপারস্টার বলেন, ‘আমাদের কোনো ছবি যখন হিট হয়, তখন আমরা নিজেদের রাজার মতো দেখতে শুরু করি। আবার কোনো ছবি ফ্লপ হলেই আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। দুই পরিস্থিতিতেই আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করা সবচেয়ে কঠিন কাজ, কিন্তু এটাই আপনাকে করতে হবে।’

প্রসঙ্গত, শুরুর দিন থেকেই ‘বিগ বস: ওটিটি ২’ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পুনীত কুমার বাইরে আসতেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ক্রমাগত মেজাজ হারাচ্ছেন সালমান খান। এছাড়া প্রথম সপ্তাহেই ‘বিগ বস’র ঘর থেকে বাদ পড়েছেন আকাঙ্ক্ষা পুরি। আরেক প্রতিযোগী জাদ হাদিদের সঙ্গে প্রকাশ্যে চুমু খাওয়ার জেরে বহিষ্কৃত হন তিনি।

কেএইচটি