শাহরুখের নায়িকাকে রাত কাটানোর প্রস্তাব দেন পরিচালক
শেখর কাপুরের সঙ্গে সুচিত্রা কৃষ্ণমূর্তি
বয়সে প্রায় ৩০ বছরের বড় শেখর কাপুরকে বিয়ে করেছিলেন বলিউডের একসময়ের অভিনেত্রী, গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। সেই বিয়ে সুখের হয়নি। সুচিত্রার যখন সংসার ভাঙে তখন তার বয়স মাত্র ২২ বছর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে মুখ খুলেছেন এই নায়িকা। সেইসঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক এক দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
সুচিত্রা জানান, একবার এক নামী পরিচালক তার সঙ্গে হোটেলে রাত কাটাতে চেয়েছিলেন। সেসময় এই নায়িকা এতই ছোট ছিলেন, যে পরিচালকের কু-প্রস্তাব বুঝতে পারেননি।
অভিনেত্রী বলেন, ‘‘ওই পরিচালক আমায় হোটেলে রুমে ডেকেছিলেন। সেসময় এগুলি ছিল ভীষণই সাধারণ ঘটনা। এরপর রুমে ডেকে তিনি আমাকে জিজ্ঞেস করলেন- ‘তোমার বাবা নাকি মা, কে বেশি কাছের?’ আমি বললাম, বাবা। তিনি আমাকে ভীষণ ভালোবাসেন। এরপর সে আমাকে বলেন, ‘তাহলে এখনি বাবাকে ফোন দিয়ে বলো আমি তোমাকে কাল সকালে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো।’’
বিজ্ঞাপন
পরিচালকের এই কথার মানে বুঝতে পারেননি সুচিত্রা। তিনি পরিচালককে বলেন, ‘আপনার কথা ঠিক বুঝতে পারলাম না।’ তখন ওই ব্যক্তি বলেন, ‘তোমার সঙ্গে একটু সময় কাটাবো।’
এরপরই ভয় পেয়ে যান নায়িকা। ওই মুহুর্তের কথা মনে করে তিনি বলেন, ‘আমি তখন ভাবছি, সকাল পর্যন্ত কী করব তার সঙ্গে? তারপর আমি ভয়ে কেঁদে ফেলি। একপর্যায়ে আমার জিনিসপত্র নিয়ে আসার কথা বলে আমি সেখান থেকে পালিয়ে আসি।’
সুচিত্রার কথায়, ‘আজকাল তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ঘটনা সামনে আসে। তবে আগেও এ ধরণের ঘটনা ঘটত। তবে তখন সোশ্যাল মিডিয়া ছিল না। যার কারণে অনেক কিছুই আড়ালে পড়ে থাকতো।’
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায় জুঁটি বেধে কাজ করেছিলেন সুচিত্রা। এরপর শেখর কাপুরকে বিয়ে করে অভিনয় থেকে বিরতি নেন তিনি।
এনএইচ