এক সিনেমায় ৭২ গান!
ভারতীয় উপমহাদেশের সিনেমায় গান একটি আলাদা ভূমিকা রাখে। সেই প্রাচীনকাল থেকেই এই ধারা চলে আসছে। তাই বলে, এক সিনেমায় ৭২টি গান! অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।
গানের এই রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেনি কোনো সিনেমা। ভবিষ্যতেও কেউ ভাঙতে পারবে এমন আশাও করা যায় না। কারণ, এখনকার সিনেমাগুলোতে গান একদমই থাকে না বললে চলে। সময়ের সঙ্গে রুচিরও পরিবর্তন এসেছে।
বিজ্ঞাপন
১৯৩২ সালে মুক্তি পায় ‘ইন্দ্রসভা’ সিনেমাটি। এতে ৭২টি গান ব্যবহার করা হয়েছিল। যেখানে ছিল, ৩১টি গজল, ৯টি ঠুমরী, ৪টি হোলি, ১৫টি গান, ২টি চৌবোলা এবং ১১টি ছান্দ! ছবিটিতে সেসময়কার বহু শিল্পীরা গান করেছেন। আসলে ছবির বিষয় এমন ছিল, যেখানে এতগুলো গান একসঙ্গে রাখা গিয়েছিল।
১৮৫৩ সালে প্রথমবার ‘ইন্দ্রসভা’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়। পরবর্তীকালে এটি থেকেই সিনেমা নির্মাণ করেন জামাহেদজি এবং জাহাঙ্গিরজি মদন। এই ছবিতে অভিনয় করেন নিসার, জেহরানা কাজ্জান, আব্দুল রেহমান কাবুলি প্রমুখ।
বিজ্ঞাপন
কেএইচটি