২০ জুলাই প্রকাশ্যে এসেছে  প্রজেক্ট কে’ সিনেমার প্রথম ট্রেলার। কিন্তু অনুষ্ঠানে ছিলেন না অমিতাভ বচ্চন। ফলে অনেকের মনেই নানা প্রশ্ন ছিল। কেন উপস্থিত হলেন না অমিতাভ?
 
সেই ধোঁয়াশাও খোলসা করেছেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুপস্থিতির কারণ জানিয়েছেন তিনি। সঙ্গে কিছুটা আক্ষেপও করেছেন। অমিতাভ লেখেন, পরিচালক এবং অভিনেতাদের জন্য সত্যিই এটা বিশেষ মুহূর্ত। বিশেষত যারা সান ডিয়েগোতে গেছেন সিনেমার প্রথম ট্রেলার প্রকাশ্যে আনার জন্য। পরিচালক আমাকে অনেক বার বলেছিলেন তাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। কিন্তু চিকিৎসকদের বেশ কিছু বিধিনিষেধ এবং অন্য কিছু কাজের জন্য তাদের সঙ্গে যেতে পারলাম না। কিন্তু প্রথম ঝলক থেকে প্রতিটি মুহূর্ত দারুণ লাগছে দেখতে।

সিনেমাটি ঘোষণার পর থেকেই নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছে। ‘প্রজেক্ট কে’-এর নাম এখন ‘কাল্কি ২৮৯৮ এডি’। তবে যেমন বাধা ছিল, তার সঙ্গে বেশ কিছু বিশেষ মুহূর্তও তৈরি হয়েছে। এই যেমন প্রথম বার কোনো ভারতীয় ছবির প্রথম ট্রেলারে দেখা গেল নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে।  

এনএফ