বলিউড অভিনেত্রী বিপাশা বসু ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা করণ সিং গ্রোভারকে।  ছয় বছর পর গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হন অভিনেত্রী। মেয়ের নাম রাখেন দেবী বসু সিং গ্রোভার।

বর্তমানে দেবীর বয়স নয় মাস। সম্প্রতি মেয়ের এক অসুখের কথা জানাতে গিয়ে ইনস্টাগ্রাম লাইভেই কান্নায় ভেঙে পড়লেন বিপাশা। তিনি জানান, দেবীর জন্মের তিন দিন পরে তার হৃদয়ে দুটি ছিদ্র ধরা পড়ে। জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে ভুগছিল সে। মেয়ের এই অসুস্থতার কথা জানার পরেই ভেঙে পড়েন বিপাশা ও করণ।

বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল দেবীর। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে কথা বলাকালীনই এই ঘটনার কথা জানান বিপাশা। নিজের একরত্তি সন্তানের এমন অসুখের কথা বলতে গিয়ে অশ্রু ঝরান অভিনেত্রী।

বিপাশার কথায়, ‘মা-বাবা হিসেবে আর পাঁচজন দম্পতির থেকে আমাদের যাত্রাটা অনেকটা আলাদা ছিল। আমি চাইও না আমি একজন মা হিসেবে যে সংশয়, যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি, অন্য কারো সেই ধরনের কোনো অভিজ্ঞতা হোক। সন্তানকে কোলে নেওয়ার মাত্র তিন দিনের মাথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি ভেবেছিলাম, এই বিষয়টা জনসমক্ষে প্রকাশ করব না। তবে আমি জানি, এমন অনেক মা আছেন যাদের এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘প্রথমে তো আমরা প্রায় দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। পরিবারের সদস্যদেরও কিছু জানাতে পারিনি। কারণ, আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না কী হতে চলেছে। তবে দেবী প্রথম থেকেই অসাধারণ।’

মাত্র তিন মাস বয়সে প্রায় ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলেছিল দেবীর। প্রতিটি মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটিয়েছিলেন বিপাশা ও করণ। তার পরের দুই মাসও বেশ দুশ্চিন্তায় কেটেছিল তাদের। তবে দেবীর অস্ত্রোপচার সফল হয়েছে জানার পরে কিছুটা স্বস্তি পান এ তারকা যুগল। তবে শুরুর দিকের সেই ঝক্কি সামলে বর্তমানে মেয়েকে নিয়ে সুখেই আছেন বিপাশা-করণ দম্পতি।

কেএইচটি