‘এবার তোমার অবসর নেওয়া উচিত’, আমিশাকে বানসালি
বর্তমানে ‘গদর ২’র সাফল্যে ভাসছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ২২ বছর পর সিক্যুয়েল নিয়ে ফিরে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ছবিটি। হুমকির মুখে রয়েছে ‘বাহুবলী ২’, ‘পাঠান’ সিনেমার হিন্দি আয়ের রেকর্ড। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, অচিরেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে পিরিয়ড অ্যাকশন-ড্রামা ধাঁচের সিনেমাটি।
ইতোমধ্যে বক্স অফিসে ৪০০ কোটির মাইলফলক অতিক্রম করে ফেলেছে ‘গদর ২’। এই ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০১ সালে। সেসময় ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। ‘গদর’ ছবিতে সাকিনা চরিত্রে আমিশার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। আমিশাকে অভিনয় থেকে অবসর নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন এই পরিচালক।
বিজ্ঞাপন
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা বলেন, “২০০১ সালে ‘গদর’ ছবি যখন মুক্তি পেয়েছিল, তখন সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছিল। এমনকী, সঞ্জয় লীলা বানসালির মতো পরিচালক আমাকে চিঠি লিখেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, অনেক হয়েছে তোমার অভিনয়, এবার অবসর নাও!”
আমিশা আরও বলেন, “প্রথমে বানসালির এই চিঠি পেয়ে চমকে উঠেছিলাম। পরে মন দিয়ে পড়লাম। বানসালি লিখেছিলেন, একজন অভিনেত্রী গোটা জীবনে যা করতে পারে না। তুমি দুটো ছবিতেই সেটা করে ফেলছো। তোমার এবার অবসর নেওয়া উচিত। সত্য়িই ‘গদর’ ও ‘কাহো না পেয়ার হ্যায়’, যে সাফল্য আমাকে দিয়েছে—তা আমাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজ ‘গদর ২’ সাফল্য সেটাই মনে করিয়ে দিচ্ছে।”
বিজ্ঞাপন
মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে ‘গদর ২’। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির দিন ছবির আয় ৫২ কোটি টাকা। তিন দিনের মধ্যেই একশ কোটি পার করে ফেলে এই ছবি। গতকাল মঙ্গলবার ১২ কোটি ১০ লাখ টাকা আয় করে ‘গদর ২’। এবার পাঁচশ কোটির অভিজাত ক্লাবের দিকে ছুটছে আমিশা প্যাটেল অভিনীত এই ছবি।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পায় ‘গদর ২’। এতে আমিশার বিপরীতে যথারীতি তারা সিং চরিত্রে অভিনয় করেন সানি দেওল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর, মনীশ ওয়াধওয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।
কেএইচটি