খলনায়ক হয়ে পর্দায় আসবেন এনটিআর
দক্ষিণ ভারতের সুপারস্টার এনটিআর জুনিয়র নিজের ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ এসএস রাজামৌলীর ‘আরআরআর’ দিয়ে অস্কার পর্যন্তও পৌঁছে গেছেন এ নায়ক। এবার বলিউডের সিনেমায় পা রাখছেন তিনি।
তবে এবার নায়ক নয়, খলনায়কের ভূমিকায় পর্দায় আসবেন এনটিআর। পর্দা শেয়ার করবেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে। সিনেমাটির নাম ‘ওয়ার-টু’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি।
বিজ্ঞাপন
এদিকে ‘আরআরআর’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক ডাবল করে দিয়েছেন এনটিআর। পারিশ্রমিক ৪৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি রুপিতে নিয়ে গেছেন। তবে হৃত্বিকের সঙ্গে পর্দা শেয়ার করার জন্য এনটিআর ৫০ কোটি রুপিই নিচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শিগ্গির সিনেমাটির শুটিং শুরু হবে।
‘আরআরআর’ সাফল্যের পর উড়তে থাকা এ অভিনেতা বর্তমানে কাজ করছেন কোরাতল শিবার ‘দেবারা’, প্রশান্ত নীলের একটি সিনেমাতে।
বিজ্ঞাপন
২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওয়ার’। ১৭০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে ৪৭৫ কোটি রুপি। এতে হৃতিক ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন টাইগার শ্রফ, বাণী কাপুর, আশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রমুখ।
এমএসএ