ছোট ছেলেকে দেখাতে চেয়েছিলেন তিনিই তারকা!
শাহরুখ খান
চলতি বছরে শাহরুখ খানের ক্যালেন্ডারে রয়েছে আরও তিনটি সিনেমা। এর মধ্যে ‘পাঠান’ আর ‘জওয়ান’ হিট। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। এ প্রসঙ্গে বাদশা বললেন, ‘তিন বছর পর শুটিং সেটে আমার আসতে ভয় লাগত! কিন্তু আমার মনোবল বাড়িয়েছিল বড় ছেলে আরিয়ান। সে বলেছিল- সে (আরিয়ান) আর আমার মেয়ে (সুহানা) নব্বইয়ের দশকে আমাকে তারকা হিসেবে দেখেছে। কিন্তু আমার ছোট ছেলে (আব্রাম) সেটা উপলব্ধি করেনি। তাই আগামী পাঁচ সিনেমাতে ওরা আমাকে পরিশ্রম করতে বলেছিল। আর আমি সেটাই করার চেষ্টা করব।’
এদিকে, অনুরাগী থেকে শুরু করে সংবাদমাধ্যম, সবাই অপেক্ষায় ছিল ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ খানের প্রতিক্রিয়ার। অবশেষে তিনি এলেন, প্রশ্নের উত্তর দিলেন এবং সবার মন জয় করলেন।
বিজ্ঞাপন
সিনেমা মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার বিকেলে ‘জওয়ান’-এর সাফল্য উদযাপনে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাদশা জানান, ‘বিগত চার বছর ধরে এ সিনেমার সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে মহামারি এসেছে। তবে আজ পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।’
বিজ্ঞাপন
সেখানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভিনেতা বিজয় সেতুপতি এবং পরিচালক অ্যাটলি। সিনেমাতে ‘জওয়ান’-এর প্রমীলা বাহিনীর অংশ সান্যা মলহোত্র, ঋদ্ধি ডোগরা, লহের খানও ছিলেন। এসেছিলেন সুনীল গ্রোভারও। তবে মায়ের জন্মদিন বলে উপস্থিত থাকতে পারেননি নয়নতারা। বিশেষ এক ভিডিও বার্তায় তিনি সিনেমার টিম এবং দর্শককে কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার পর্যন্ত দেশের বক্স অফিসে প্রায় সাড়ে তিনশ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’। দ্বিতীয় সপ্তাহে এ সিনেমা বক্স অফিসে নতুন নজির গড়তে পারে, তা নিয়ে আত্মবিশ্বাসী সিনেমা বিশেষজ্ঞদের একাংশ।
/এফকে/