অজয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মহিমা
বলিউডের জনপ্রিয় তারকা জুটি অজয় দেবগন ও কাজল। দীর্ঘ সংসার জীবনে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত। কিন্তু হঠাৎ করেই সামনে এলো অজয়ের প্রেম গুঞ্জন। এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মহিমা চৌধুরী।
বলিউডে গুঞ্জন রয়েছে প্রকাশ ঝা পরিচালিত ‘দিল কেয়া কারে’র শুটিং প্রেমে জড়িয়েছিলেন অজয় ও মহিমা। সিনেমার শেষ দিনের শুটিংয়ে বেঙ্গালুরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন নায়িকা। অন্য এক শুটিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
সেই কাজ শেষ করে ‘দিল কেয়া কারে’-এর শুটিংয়ে আসার কথা ছিল মহিমার। এর মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তবুও তিনি শুটিং ফ্লোরে ফেরেন। তখনও তার মুখে ক্ষত ছিল। ফলে যাতে খারাপ দেখতে না লাগে, তাই ক্লোজ শট না নেওয়ার জন্য পরিচালককে অনুরোধ করেছিলেন।
কিন্তু মহিমার প্রস্তাবে প্রথমে রাজি ছিলেন না পরিচালক। সেই সময় অজয় দেবগন তার অসুবিধার কথা বুঝতে পেরে পরিচালককে আবারও ক্লোজ শট না নেওয়ার জন্য অনুরোধ করেন। এমনকি তার চিকিৎসার জন্যও সেই সময় সাহায্য করেছিলেন বলেও জানা যায়।
বিজ্ঞাপন
ওই সিনেমার শুটিং শেষে পরিচালক নিজেই অজয় ও মহিমার প্রেমের ঘটনা প্রচার করেন। যদিও তার কোনও সত্যতা কখনও পাওয়া যায়নি। এত বছর পর সেই ঘটনাই প্রকাশ্যে এনে সত্য বিষয়টি জানালেন মহিমা।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহিমা বলেন, ‘অজয়ের সঙ্গে আমার প্রেমের গুঞ্জনটা একদম ভুল। সেরকম কোনও বিষয়ই কোনওদিন ছিল না। বরং আমার গাড়ি দুর্ঘটনার পরে অজয় আমার পাশে দাঁড়িয়েছিল বন্ধুর মতো। পরিচালককে আমার বিষয়ে বুঝিয়েছিল।’
এমআরএম