বিয়ের পোশাকের ক্ষেত্রে বলিউড তারকাদের সবচেয়ে বেশি পছন্দ সব্যসাচীর পোশাক। প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকও ডিজাইন করেছিলেন সব্যসাচী। কিন্তু পরিণীতির আবার পছন্দ অন্যরকম। তিনি মণীশ মালহোত্রার ডিজাইন বেশি পছন্দ করেন।  

রোকা অনুষ্ঠানে মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। শোনা যাচ্ছে বিয়ের পোশাকও নাকি মণীশ মালহোত্রা ডিজাইন করছেন। যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্যই করেননি কেউ। রোকা সেরিমনিতে পার্ল হোয়াইট থিমে নিজের পোশাক এবং রাঘব চড্ডার পোশাক ডিজাইন করিয়েছিলেন পরিণীতি চোপড়া।

খুব একটা রঙিন জিনিস পছন্দ নয় পরিণীতির। সে কারণে রোকার মতোই ছিমছাম বিয়ের পোশাক নাকি রাখতে চেয়েছেন তিনি। বিয়ের পোশাকেও জমকালো রং নয় প্যাস্টেল শেডেই রাখছেন তিনি। সেই সঙ্গে বিয়ের আসরে যারা যোগ দেবেন তাদেরও সেই থিমের পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে।

এরইমধ্যেই দিল্লি থেকে রাজস্থানের উদয়পুরে পৌঁছে গেছেন পরিণীতি চোপড়া এবং সংসদ সদস্য রাঘব চাড্ডা। যারা বিয়ের অনুষ্ঠানে থাকবেন তারাও পৌঁছাতে শুরু করেছেন। পিচোলা হ্রদের পাশে বসছে এ বিয়ের আসর।

এনএফ