ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধ চলছে। তৃতীয় দিনে পৌঁছানো উভয়পক্ষের চলমান লড়াইয়ে প্রাণহানির সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে।

এমন অবস্থায় হলিউড-বলিউডের অনেক তারকাই ইসরায়েলের প্রতি সহমর্মিতা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদতও ইসরায়েলের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘ইসরায়েলের পাশে আছি, আপনাদেরও থাকা উচিত। এই ভয়ংকর সন্ত্রাসী-কাণ্ডের সময় বিশ্ব চুপচাপ বসে থাকতে পারে না!’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তো বিস্ফোরক দাবি করেছেন। নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসরায়েলি নারীদের ছবিগুলো দেখে প্রবল আঘাত কিংবা ভয় না পেয়ে স্ক্রল করা অসম্ভব। এমনকি তাদের মৃতদেহ পর্যন্ত জঙ্গিদের দ্বারা ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। এটা আমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ইসরায়েল এবং সেখানকার নারীদের জন্য মন কাঁদছে।’

মার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিস ও কমেডিয়ান এমি স্কামবারও ইসরায়েলিদের প্রতি সমর্থন জানিয়েছেন। এক ইসরায়েলি নারীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করে এমি স্কামবার বলেছেন, ‘হামাস চাচ্ছে ইসরায়েলকে নির্মূল করে দিতে।’

ইসরায়েলকে নিয়ে তারকাদের এমন উদ্বেগ প্রকাশকে ভণ্ডামি হিসেবে দেখছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাদেরকে  অতীত স্মরণ করিয়ে স্বরা বলেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল ও জোরপূর্বক উচ্ছেদ করা, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’

প্রসঙ্গত, স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমা মুক্তি পায় গত বছরের ১৬ সেপ্টেম্বর।

এনএইচ