ডাঙ্কি ড্রেসে ঘুরছেন শাহরুখ, বললেন ‘হিরো আমি নই’!
বলিপাড়ায় ‘পাঠান’, ‘জওয়ান’ ঝড় শেষ হতে না হতেই আরব সাগরের কূলে ‘মান্নাত’এ আছড়ে পড়ল ডাঙ্কি। নতুন সিনেমার টিজারে প্রথম ঝলকেই নজর কাড়লেন বলিউড সম্রাট। শাহরুখের নতুন রূপে ইতোমধ্যেই হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে।
এবার বাদশার জন্মদিন ও ডাঙ্কির টিজার। সব মিলে মুম্বাই জুড়ে এক আলাদা উত্তাপ আঁচ করা গেছে।
বিজ্ঞাপন
বুধবার রাতে নিজের জন্ম দিনে ‘মান্নাত’র ছাদে এসে ভক্তদের দেখা দিয়েছেন শাহরুখ। এর পর বৃহস্পতিবার বিকেলেও ভক্তদের সঙ্গে দেখা করেন। যেখানে ডাঙ্কি ড্রেসে এসে সিনেমা নিয়ে নানা কথা শেয়ার করেন শাহরুখ। সঙ্গে ছিলেন পরিচালক রাজকুমার হিরানি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডাঙ্কি নিয়ে শাহরুখ বললেন, সেই মুন্নাভাই থেকে শুরু, আমাকে কোনো সিনেমাতেই নিচ্ছিলেন না হিরানি। এবার ডাঙ্কির জন্য রাজি হন। আমি হিরানিকে বলেছিলাম, অন্য কোনো নায়কের সঙ্গে দেখা করবেন না। এই ছবিটা আমার চাই।
শাহরুখ বলেন, হিরানির এই ছবিতে আমি হিরো নই। ডাঙ্কি ছবির আসল নায়ক হল গল্প। এতে আমরা সবাই নায়ক। আমি, তাপসী পান্নু, ভিকি কৌশল সবাই এই ছবির একেক জন গুরুত্বপূর্ণ অংশ। ডাঙ্কি আসলে মুক্তোর মালার মতো, আমরা সেই মালার একেকটা মুক্ত, যা গেঁথেছেন রাজকুমার হিরানি।
সব জল্পনা-কল্পনার অবসান করে নির্মাতাদের নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডাঙ্কি’।
এমএসএ