২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর চলতি বছরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে ফিরেছেন করণ জোহর। বক্স অফিসে সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছে সেই সিনেমা। 

সিনেমায় মুখ্য চরিত্রে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনয় করলেও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শাবানা আজমি, ধর্মেন্দ্র, বাঙালি অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে। সিনেমায় যামিনীর চরিত্রে অভিনয় করেছেন শাবানা। ধর্মেন্দ্রের চরিত্র কানওয়ালের সঙ্গে এক সময় প্রেম ছিল তার। 
যদিও সাময়িক সেই প্রেমের পরে নিজেদের সংসারেই ফেরেন তারা দু’জনেই। কানওয়ালের মৃত্যুর পর তার শেষকৃত্যে এসেছিল যামিনী। সেই চরিত্রে অভিনয় করার সময় নাকি করণের সঙ্গে তর্ক বেধেছিল শাবানার। শেষকৃত্যের দৃশ্যে নিজের নিখুঁত রূপটান পছন্দ হয়নি অভিনেত্রীর। জেদ ধরেছিলেন, বাস্তবের সঙ্গে সাযুজ্য রেখেই শুট করতে হবে সেই দৃশ্য। শাবানার জেদের কী উত্তর দিয়েছিলেন পরিচালক?

সম্প্রতি এক অনুষ্ঠানে করণ জানান, শেষকৃত্যের দৃশ্য শুট করার সময় নাকি বিস্তর বাগ্‌বিতণ্ডা চলেছিল তার ও শাবানার মধ্যে। করণ বলেন, আমার শেষ সিনেমায় শাবানা আজমি অভিনয় করেছিলেন। তাকে ভারতের মেরিল স্ট্রিপ বলা যায়। সিনেমাতে রান্নাঘরে রান্না করার দৃশ্য শুট করছি। শাবানার চুল উড়ছে, চোখেমুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক, পরিপাটি করে শাড়ি পরা। শাবানা আমাকে বলছেন, এ ভাবে কে রান্না করে! আমি তাতে রাজি হইনি। আমি বলেই দিয়েছিলাম, আমার সিনেমাতে এটাই হয়। 

শেষকৃত্যের দৃশ্যে শাবানা জেদ ধরেছিলেন, ওই দৃশ্যে যাতে তার রূপটান না থাকে। অনেক তর্কের পর আমি রাজি হয়েছিলাম, তা-ও মেকআপ সামান্য কম করার জন্য। আমার সিনেমাতে অভিনেত্রীর মেকআপ থাকবে না, এটা হয় না। 

করণ জানান, শাবানা নাকি তাকে বলেছিলেন, এমনটা বাস্তবে কখনও হয় না। তাতে কান দেননি করণ। তিনি বলেন, আমার সিনেমাতে বাস্তব এটাই! আমার সিনেমায় কোনো চরিত্র মারা গেলেও তার মেকআপ নিখুঁত থাকে।
 
এনএফ