চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন সিনেমা অ্যানিমাল। তার আগে নিজের আচরণ নিয়ে সমালোচনার মুখোমুখি এই বলিউড অভিনেতা। সম্প্রতি রণবীরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে—এতে তাকে ভীষণই রেগে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা গেছে।

এতে দেখা যায়, রণবীর তার গাড়ির উদ্দেশ্যে যখন হেঁটে যাচ্ছিলেন তখন তাকে ক্যামেরাপার্সনরা পোজ দেওয়ার কথা বলেন। তারা ছবি তোলার জন্য বলেন, রণবীর ভাই একটু দাঁড়ান না। 

উত্তরে তিনি আচমকাই মেজাজ হারিয়ে বলেন, কী করব ভাই, কী করব? এরপর তিনি রেগে গিয়ে গাড়িতে উঠে পড়েন। তাকে উপস্থিত অনেকেই দীপাবলির শুভেচ্ছা জানান কিন্তু একটা কথারও উত্তর দেন নি তিনি।

এদিকে রণবীরের এই ভিডিও প্রকাশ্যে এলে অনেকে বিরক্ত হয়েছেন। একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, রণবীর কাপুর এরম অসভ্যের মতো ব্যবহার করছেন কেন? 

রণবীরের অ্যানিমাল আগামী ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে। এতে রণবীরের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সিনেমার নায়িকা রশ্মিকা মন্দানাকে। অন্যান্য চরিত্রে আছেন ববি দেওল, অনিল কাপুর।

এমএসএ