৪০ বছরের বড় নারীর সঙ্গে সম্পর্ক, এই অভিনেতার এ কথা জানতেন?
বলিউডের সেরা অভিনেতাদের তালিকায় ওপরের দিকে থাকে ওম পুরীর নাম। পেশাগত জীবনে সাফল্য ও খ্যাতি লাভ করলেও ব্যক্তিগত জীবনে বহু বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাকে।
ওম পুরীর জীবন কাহিনীর ওপর নির্ভর করে একটি বই লিখেছিলেন তার প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। সেই বই থেকেই জানতে পারা যায়, মাত্র ১৪ বছর বয়সে নাকি বয়সে বড় এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল তার। সেই সময় ওমের বান্ধবীর বয়স ছিল ৫৫ বছর।
বিজ্ঞাপন
সত্যিই কি বয়সে ৪০ বছরের বড় নারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন ওম? এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি তিনি। বরং, তিনিই ঘুরিয়ে প্রশ্ন করেন, যদি ১৪ বছর বয়সী এক নাবালকের সঙ্গে ৫৫ বছরের এক নারী শারীরিক সম্পর্কে জড়ান, তা হলে সেটা কার দোষ?
এর আগেও ওমের যৌনজীবন নিয়ে জলঘোলা হয়েছে। বাসু ভট্টাচার্য পরিচালিত ‘আস্থা: ইন দ্য প্রিজন অফ স্প্রিং’ সিনেমাতে রেখার সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল ওমকে।
বিজ্ঞাপন
শোনা যায়, এমনই এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি সত্যি সত্যি একটু বেশিই অন্তরঙ্গ হয়ে পড়েছিলেন তারা দু’জনে। এমনকি, সেটে যে চেয়ারে বসে অভিনয় করছিলেন তারা, সেই চেয়ারটিও নাকি তাদের ওজন নিতে না পেরে ভেঙে পড়েছিল!
এনএফ