পহেলা ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের নতুন সিনেমা অ্যানিম্যাল। ইতোমধ্যে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে ববি দেওলকে অল্প সময়ের জন্য দেখা গেলেও তা নজর কেড়েছে সবার। এই ছবিতে তাকে যে চেহারায় দেখা যাচ্ছে তা পাওয়ার জন্য অনেক কষ্ট করেছেন ববি। এবার অজানা সেই তথ্যই প্রকাশ্যে আনলেন তার ট্রেনার।

ববি দেওলের ট্রেনার প্রজ্জ্বল ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবির জন্য অনেক কসরত করেছেন এই অভিনেতা। রণবীরের চেয়ে চওড়া দেখাতে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছেন ববি।

তিনি জানান, ২০১৭ সাল থেকেই অভিনেতার শরীর চর্চার দিকে নজর রেখেছেন তিনি। এমনকি ববি গত চার মাস কোনো মিষ্টি বা চিনি খাননি। এছাড়া কঠোর পরিশ্রম করেছেন শরীরটা গড়ে তোলার জন্য।

তিনি আরও জানান, এই ছবিতে নিজেকে রণবীরের থেকে চওড়া ও বড় দেখাতে চেয়েছিলেন ববি। এমনটাই পরিচালকের নির্দেশ ছিল। তার জন্য শরীরকে সেভাবেই গড়ে তুলতে হতো। আর সেটা করতে গিয়েই ববির শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে হয় মাত্র ১২। এমন সময় তার ওজন ৮৫ থেকে ৯০ এর মধ্যেই থাকতো।

পরিচালক ববির দেহের গঠনের পরিবর্তন দেখে অনেক খুশি হয়েছিলেন। ববি এই চেহারা অর্জন করতে সম্পূর্ণভাবে মিষ্টি ত্যাগ করেছিলেন।

অ্যানিম্যালে রণবীরের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে ববিকে। রণবীরের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। তার বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

এমএসএ