বলিউডের ‘ভাইজান’ সালমান খানের কথায় অনেক সিনেমাতে বিস্তর পরিবর্তন হয় বলে বলেন অনেকে। এ সবের সত্যতা যাচাই করা বেশ কঠিন। সে সংক্রান্ত এক পুরনো কথা বলে ফেললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। 

২০০৩ সালে মুক্তি পেয়েছিল সালমান এবং ভূমিকা চাওলা অভিনীত ছবি ‘তেরে নাম’। শোনা যায়, সেই সিনেমাটি পরিচালনা করার কথা ছিল অনুরাগের। কিন্তু শেষ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয় তাকে। এর নেপথ্যে ছিল কী কারণ? সে কথাই খুলে বললেন পরিচালক।

অনুরাগ বলেন, “তেরে নাম সিনেমাটি লেখার পরেও আমাকে পরিচালনা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ, আমি সালমান ভাইকে বলেছিলাম বুকের লোম থাকলে এই চরিত্রটা আরও ভালভাবে ফুটে উঠবে। কিন্তু তিনি তো ভাইজান। সেটা তো উনি করলেনই না। উল্টো আমায় বাদ দিয়ে দেওয়া হয়। পরে সিনেমাটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক। 

এনএফ