গত বছর মুক্তি পায় আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত  ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল সিনেমাটি। সবাই বেশ প্রশংসাও করেছিলেন। সত্যিই কি এত গালভরা প্রশংসার যোগ্য ছিল ওই সিনেমা? নতুন বছরে তা নিয়েই মুখ খুললেন সিনেমার পরিচালক কারান জোহার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারান জানান, কোনো সিনেমাকে সফলভাবে ‘বিক্রি’ করার জন্য মাঝে মধ্যেই টাকার বিনিময়ে দেদার সুনাম কিনেছেন তিনি। 

তার দাবি, সিনেমার প্রদর্শনে যে সিনেসমালোচকেরা উপস্থিত থাকেন, তাদের মতামতের ওপর অনেক সময় সিনেমার ভবিষ্যৎ নির্ভর করে। ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা মাথায় রেখে অনেক সময় নাকি প্রযোজকেরাই সেই সমালোচকদের কাছে সিনেমা সম্পর্কে ইতিবাচক কথা বলার প্রস্তাব রাখেন। 
কারানের কথায়, অনেক সময় আগে থেকেই বোঝা যায় যে সিনেমার বাজার তেমন ভালো নয়। প্রযোজক হিসেবে এটা আমার দায়িত্ব যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে সিনেমা ভালো ব্যবসা করে। হতে পারে আমি নিজেই অনেক সময় সমালোচকদের সমালোচনা করি। তবে আমি এটাও ভুলে যাই না যে আমাকে অনেক সময় ওই সমালোচকদের দরজায় কড়া নাড়তে হয়। এটাকে দ্বিচারিতা বলে মনে হতেই পারে, তবে আমি এমনই। 

তবে কি নিজের শেষ সিনেমার ক্ষেত্রেও এই পন্থাই অবলম্বন করেছিলেন কারান? প্রশ্ন কৌতূহলী নেটাগরিকদের।

এনএফ