ব্যাংকের চাকরি ছাড়েন, প্রেমিকার কাছ থেকে হাতখরচ নিতেন পরেশ
বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। আশির দশকে অভিনয় জগতে প্রবেশ, এরপর তিন যুগের বেশি সময়ের বলিউড ক্যারিয়ার। লম্বা এই সময়ে প্রায় ২৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যার অধিকাংশই ছিল ব্যবসাসফল।
বর্তমানে কোটি টাকার মালিক পরেশ। তবে একটা সময় এমন ছিল, যখন হাতখরচের জন্য প্রেমিকার কাছ থেকে টাকা নিতে হতো এই অভিনেতাকে। এমনকি ব্যাংকে চাকরি পেয়েও তিনদিন পরই সেই চাকরি ছাড়তে হয়েছিল তাকে।
বিজ্ঞাপন
১৯৫৫ সালের ৩০ মে মহারাষ্ট্রের মুম্বাইয়ে মধ্যবিত্ত পরিবারে জন্ম পরেশের। পরিবারের কাছ থেকে কখনোই হাতখরচের টাকা পেতেন না তিনি। কলেজে পড়ার সময় চাকরির সন্ধানে নেমে পড়েন পরেশ। দেড় মাসের মধ্যে মুম্বাইয়ের একটি ব্যাংকে চাকরিও পান।
কিন্তু ব্যাংকের চাকরিতে মন বসাতে পারেননি অভিনেতা। তিনদিন পরই সেই চাকরি ছেড়ে দেন। ব্যাংকের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না বলেই নাকি চাকরিটা ছেড়ে দেন তিনি।
বিজ্ঞাপন
১৯৭৯ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন স্বরূপ সম্পত। তার সঙ্গে সম্পর্কে ছিলেন পরেশ। ১৯৮৭ সালে তাকে বিয়ে করেন অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, চাকরি ছাড়ার পর প্রেমিকার কাছ থেকে হাতখরচ নিতেন পরেশ।
বলি অভিনেতা অনুপম খের সঞ্চালিত একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা। সেই অনুষ্ঠানে পরেশ জানান, চাকরি ছেড়ে দেওয়ার পর কতটা অর্থাভাবে দিন পার করতে হয়েছে তাকে। এমনকি সে সময় প্রেমিকার কাছ থেকে টাকা নিয়ে চলতেন তিনি।
আরও পড়ুন
১৯৮২ সালে গুজরাটি ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ পরেশের। দু’বছর পর হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৮৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হোলি’। কেরিয়ারের প্রথম ছবিতে আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান পরেশ।
১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্জুন’ ছবিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেন পরেশ। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১০ বছরের মধ্যে ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেন তিনি।
১৯৯৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আন্দাজ় আপনা আপনা’। আমির খান, সালমান খান, কারিশমা কাপূর এবং রাবিনা ট্যান্ডন অভিনীত এই ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে ‘আন্দাজ় আপনা আপনা’ ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করে নজর কাড়েন পরেশ। এরপর থেকেই জনপ্রিয়তা বাড়তে শুরু করে এই অভিনেতার।
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হেরা ফেরি’। এই ছবিতে বাবুরাওয়ের চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসা পান পরেশ। পরেশের সঙ্গে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির যৌথ অভিনয় মনে ধরে দর্শকের।
এনএইচ