কঙ্গনার সাহায্য চাইছেন রাখি
ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসছেন বলিউড তারকারা। কেউ প্রত্যক্ষ সাহায্য করছেন, কেউ বা পরোক্ষভাবে। সামাজিক মাধ্যমেও জনগণকে নিয়মিত সচেতন বার্তা দিচ্ছেন তারা।
এবার কঙ্গনা রানাউতের কাছে সাহায্যের আবেদন করলেন ‘বিগ বস’ তারকা রাখি সাওয়ান্ত। তার প্রত্যাশা, ‘বলিউড কুইন’ যেন অক্সিজেন সিলিন্ডার সংগ্রহে এগিয়ে আসেন।
বিজ্ঞাপন
সম্প্রতি পাপারাজ্জিদের মুখোমুখি হন রাখি সাওয়ান্ত। সেখানেই তাকে কঙ্গনাকে নিয়ে প্রশ্ন করা হয় তাকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কঙ্গনা দয়া করে আপনি এগেয় আসুন। এত কোটি টাকা আপনার কাছে। অক্সিজেন কিনুন আর তা লোকের মধ্যে বিতরণ করুন।’
এ নিয়ে কঙ্গনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেশের সবাইকে করোনার টিকা নেওয়ার অনুরোধ করেন এই তারকা।
বিজ্ঞাপন
ভিডিওতে কঙ্গনা বলেন, ‘করোনা আক্রান্তরা রীতিমতো যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। আর যারা এই পরিস্থিতি নিয়ে বাড়াবাড়ি রকমের আতঙ্কগ্রস্থ হচ্ছেন তাদের জানিয়ে রাখি, প্রতিটি প্রজন্মই কোনও না কোনও মহামারির সম্মুখীন হয়েছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। সে স্প্যানিশ ফ্লু হোক কিংবা প্লেগ। তাহলে আপনারা নিজেদের অযথা আলাদা মনে করছেন কেন?’
উল্লেখ্য, ভারতে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বলিউডের বেশ কয়েকজন তারকা তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে করোনার সংস্থানে অনুদান করার জন্য আবেদন করেছেন। এরমধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, তাপসী পান্নু এবং দিয়া মির্জা।
এমআরএম