মনোজের যে কাজের জন্য তার স্ত্রী খুব বিব্রত
বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেতা মনোজ বাজপেয়ী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাইয়াজি’- এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় ভক্তদের মাঝে অনেক কিছু্ ভাগাভাগি করেন এ অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেন, ‘এখন সবজি বিক্রেতারা আমাকে বকাঝকা করে। ওরা বলে স্যার এরকম করবেন না, ভালো লাগছে না। তখন আমি তাদের বলি আমি শুধু প্র্যাকটিস করছি। এই কাজের জন্য আমার স্ত্রী খুব বিব্রত হয়। তখন লোকজনের সামনে এমন ব্যবহার করে, যেন আমি কোনও অপরিচিত ব্যক্তি। শাবানা একেবারেই দর কষাকষি পছন্দ করে না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
মনোজ জানান, যখন তিনি এবং তার স্ত্রী শাবানা আমেরিকা যান। সে সময় তারা সেখানকার পুরোনো দোকান থেকে কেনাকাটা করেন। তার স্ত্রী কমদামি দোকান থেকে কেনাকাটা করতে পছন্দ করে। যেখানে অন্যদের পরা কাপড় বিক্রি হয়।
বিজ্ঞাপন
এ অভিনেতা বলেন, ‘যখন আমরা অনুভব করি যে আমাদের অনেক পোশাক আছে এবং সেগুলো আর পরব না। আমরা সেগুলো ভালোভাবে প্যাক করি। তারপর বিভিন্ন শহরে বন্ধু বা আত্মীয়দের পাঠিয়ে দেয়। এরপর তারা তা অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেয়।’
উল্লেখ্য, পরিচালক গোবিন্দ নিহলানির ‘দ্রোহকাল’ সিনেমায় এক মিনিটের একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে মনোজ বাজপেয়ীর বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর শিল্পকলায় তার অবদানের জন্য ২০১৯ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে।
একই বছর তিনি অভিষেক চৌবের মারপিটধর্মী সোনচিড়িয়া চলচ্চিত্রে ডাকাত মান সিংহ চরিত্রে অভিনয় করেন। তাকে প্রায়ই পদ্ধতিগত অভিনেতা এবং পরিচালকের অভিনেতা হিসেবে অভিহিত করা হয় এবং তিনি চলচ্চিত্রে প্রথাবিরোধী চরিত্রের জন্য পরিচিত।
এমআইকে/