‘ইন্ডিয়ান ২’-এর বিশাল বাজেট নিয়ে মুখ খুললেন কমল হাসান
‘ইন্ডিয়ান ২’ ছবি নিয়ে কম আলোচনা হয়নি। ছবিটির জন্য দীর্ঘ ২৮ বছর পর একসঙ্গে কাজ করেছেন পরিচালক এস শঙ্কর ও কমল হাসান। ৬৯ বছর বয়সে সিলভার স্ক্রিনে ম্যাজিক দেখিয়েছেন দক্ষিণী তারকা কমল হাসান। মুক্তি পেয়েছেন ‘ইন্ডিয়ান ২’র ট্রেলার। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে এই ট্রেলার। তবে তা মুক্তি পেয়েছে 'হিন্দুস্থানি ২’ নামে।
ছবিটির হিন্দি ভার্সন ‘হিন্দুস্তানি ২’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে তামিল এই সুপারস্টার। ‘ইন্ডিয়ান ২’- নির্মাণে ২৫০ কোটি রুপির বিশাল বাজেট নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেন, ছবির বাজেটের উপর বড় প্রভাব ফেলেছে কোভিড-১৯ মহামারি ও সেটের দুর্ঘটনা।
বিজ্ঞাপন
কমল হাসান বলেন, পরিচালক ও চিত্রনাট্যের দ্বারা এই বাজেট নির্ধারিত হয়নি। মূলত কোভিড আমাদের বাজেট নির্ধারণ করেছে। কিছু দুর্ঘটনা আবার বাজেটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এমনকি ছবিটি হিট হওয়ার আগেই প্রযোজক ও পরিচালকদের ধৈর্যশক্তি প্রশংসা না করলেই নয়। আসলে হাতে ব্যথা হলে সব কিছু ছেড়ে দেওয়া সহজ। আমাকে এটি ছেড়ে আমাকে অন্যটায় যেতে দিন। কিন্তু তারা সেটা করেননি। আর এই সন্তানটিকে না ছেড়ে দেওয়া আর এই সন্তানকে অনাথ না করার সিদ্ধান্তটা ছিল লাইকা এবং শঙ্করের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০১৮ সালে ‘ইন্ডিয়ান ২’ ছবির ঘোষণা হয়েছিল। ২০১৯ সালে শুরু হয়েছিল প্রথম পর্যায়ের শ্যুটিং। যদিও কোভিড-১৯ মহামারির জেরে হওয়া লকডাউনের কারণে ছবির শ্যুটিং স্থগিত হয়ে গিয়েছিল। আবার ছবির সেটে এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছিল। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ৩ কলাকুশলী। এর ফলে কয়েক বছর ধরে স্থগিত ছিল ছবির কাজ।
এখানেই শেষ নয়, লাইকা প্রোডাকশনস ও ছবির পরিচালক এস শঙ্করের মধ্যে মতবিরোধের কারণেও শ্যুটিং থমকে গিয়েছিল। অবশেষে সব কিছুর সমাধান করে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে ‘ইন্ডিয়ান ২’ ছবির শ্যুটিং।
‘ইন্ডিয়ান ২’ মূলত ‘ইন্ডিয়ান’ ছবির সিক্যুয়েল। যা মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালের ৯ মে। ‘ইন্ডিয়ান ২’ ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রকুল প্রীত সিং, সমুথিরাকানি, ববি সিমহা ও প্রিয়া ভবানী শঙ্করকে। তবে বিবেক এবং নেদুমুদি ভেনুর মতো প্রয়াত অভিনেতাদের বড় পর্দায় ফেরাতে সিজিআই এবং বডি ডাবল ব্যবহার করেছেন পরিচালক শঙ্কর। আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে ‘ইন্ডিয়ান ২’।
এমএসএ