বলিউডের অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি জানা যায় করোনা পজিটিভ কৃতি শ্যানন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।

টুইটারে কৃতি জানান, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর বিশ্রামে আছেন তিনি। পুরোপুরি কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকদের পরমার্শ মতে চলছেন। তাই ভক্তদের চিন্তার কোনো কারণ নেই বলে জানান কৃতি। শিগগিরই শুটিংয়েও ফিরবেন। 

কৃতি তার নতুন সিনেমা ‌‘যুগ যুগ জিয়ো’র শুটিংয়ে চন্ডিগর যান। রাজকুমার রওয়ের সঙ্গে একটি সিনেমা শেষ করলেন তিনি। সেখান থেকে মুম্বাই ফেরার পথে আক্রান্ত হোন কৃতি। চন্ডিগড় থেকে শুটিং শেষে ফেরার পর কৃতি ছাড়াও করোনায় আক্রান্ত হোন বরুণ ধাওয়ান ও নীতু কাপুর।  

অনেকদিন পর আবারো শুটিংয়ে নিয়মিত কৃতি। করোনার কারণে বন্ধ থাকায় অবসর কাটে এই বলিউড তারকার। এছাড়াও সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার পর তার দিকেও যায় সন্দেহের তীর। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিতর্কে পড়তে হয় তাকে।

এ নিয়ে অনেকদিন হতাশায় দিন কাটে কৃতির। এই বছর তিনি সিনেমায় ফিরবেন কি-না এ নিয়ে সংশয় ছিল ভক্তদের মাঝে। কিন্তু সবকিছু ভুলে আবারো সরব কৃতি শ্যানন। 

পৌরাণিক মহাকাব্যের আলোকে নির্মিত ‘আদিপুরুষ’ সিনেমায় অভিনয় করবেন কৃতি। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। কৃতির ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত ও বিগ বাজেট সিনেমা এটি। 

এমআরএম