শুকায়নি ঘাড়ের ক্ষত, বড় ছেলেকে নিয়ে প্রকাশ্যে সাইফ
পরিবারের বড় ছেলে হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন সাইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। যদিও পর্দায় হাজির হওয়ার আগেই তিনি জনপ্রিয়। সেটা চর্চিত প্রেমিকার সঙ্গে ছুটি কাটানোর ছবিতেই হোক বা রাস্তার ধারে পাপারাজ্জিদের সঙ্গে মেতে ওঠা মশকরার কারণেই হোক।
ইব্রাহিম পটৌদী পরিবারের পরবর্তী প্রজন্ম। বুধবার স্বয়ং করণ জোহর ঘোষণা করেছেন, বলিউডে অভিষেক হতে চলেছে ইব্রাহিমের। সেই উপলক্ষেই কি এবার ছেলের সঙ্গে ছবি প্রকাশ্যে এলো সাইফ আলি খানের?
বিজ্ঞাপন
সপ্তাহ দুয়েক আগে তার উপর ঘটেছে ছুরি হামলার ঘটনা। তারপর থেকে অভিনেতাকে একাধিক বার দেখা গেছে। কিন্তু নিজে কখনও ক্যামেরায় তাকাননি। এবার ছেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলল সাইফের। ডান ঘাড়ে এখনও লাগানো ব্যান্ডেজ।
পোশাক শিল্পী দাবি বেনস গিল বুধবার একটি ছবি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানেই শিল্পীকে দেখা গেছে সাইফ ও ইব্রাহিমের মাঝে। নিজের বাড়ির বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন সাইফ, পরনে সাদা ঢোলা পাজামা, আর নীল টি-শার্ট, হাতে রোদ চশমা।
বিজ্ঞাপন
সেই ছবি পোস্ট করে বেনস গিল লিখেছেন, খানেদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের পর ধরা প়ড়লাম।
আরও পড়ুন
এই পোস্টের নীচে নেটিজেনরা লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ সাইফ ভাল আছেন।
ইতোমধ্যেই সাইফ আলি খান ও কারিনা কাপূর খানের পক্ষ থেকে পাপারাজ্জিদের অনুরোধ করা হয়েছে, তারা যেন ছোট দুই ছেলে তৈমুর ও জেহ্’র ছবি তোলার জন্য আর কোনও রকম অনুরোধ না জানান।
এছাড়াও সাইফের ওপর হামলার পর বান্দার সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাইফ-কারিনার ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে। সেখানেও পাপারাজ্জিদের ঘোরাঘুরির বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রক্তাক্ত অবস্থায় সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। দাবি করা হয়, আগের রাতে কোনও দুষ্কৃতী চুরির উদ্দেশে তাদের বাড়িতে ঢুকে পড়ে। লুটপাটে বাধা পেয়েই সাইফের ওপর আক্রমণ করে সে।
এনএইচ