কারিনার সঙ্গে পর্দায় দেখলে শাহিদকে কি বলেন স্ত্রী মীরা
২০০৭ সালে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জাব উই মেট’। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ কাপূর ও করিনা কাপূর খান। যদিও এই ছবি করার সময়ই প্রেম ভাঙে শাহিদ-করিনার। তবে বড় পর্দায় ঘুণাক্ষরেও তার প্রভাব পড়তে দেননি তারা।
তারপর জীবন বাঁক নিয়েছে যে পথে, তাতে নবাবের বেগম হয়েছেন কারিনা। অন্যদিকে, মীরা রাজপুতকে নিয়ে সংসার পেতেছেন শাহিদও।
বিজ্ঞাপন
দু’টি করে সন্তানের বাবা-মা তারা। তবে প্রায়ই নাকি স্বামীর সঙ্গে তার প্রাক্তনের অভিনয় করা শেষ সিনেমাটি এখনও দেখেন মীরা। দেখলেই শাহিদের প্রতি যে অভিযোগটা করেন সেটা খোলসা করলেন অভিনেতা নিজেই।
একদিকে বিত্তবান শিল্পপতির ছেলে আদিত্য কাশ্যপ। অন্য দিকে, প্রাণোচ্ছল গীত। দু’জনের চরিত্রে একেবারে দুই প্রান্তের। সেই বিপরীতধর্মী চরিত্রই কাছে এনেছিল তাদের। আদিত্য ও গীতের প্রেম মন ছুঁয়েছিল লাখো দর্শকের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ছবির চিত্রনাট্য থেকে সঙ্গীত সবই মন কেড়েছিল দর্শকের। তবে শুধু সাধারণ দর্শক নয় প্রায়ই দুই ছেলেমেয়েকে নিয়ে এই সিনেমাটি দেখেন মীরা। দেখলেই শাহিদকে বলেন, ‘তুমি ব্যক্তিগত জীবন যদি আদিত্যর মতো ৫ শতাংশ হতে।’
আসলে আদিত্যর চরিত্রটাই ভীষণ প্রিয় মীরার। যদিও শাহিদ পাল্টা এমন উত্তর দেন তাতেই থেমে যান মীরা। অভিনেতা বলেন, ‘মীরা এই অভিযোগ করলেই আমি বলি, ভাগ্য ভালো যে আমি কবীর সিংহের মতো ৫ শতাংশও নই।’
তারকা সন্তান হওয়ার সুবাদে সর্বক্ষণ প্রচারের আলোয় থাকে শাহিদের সন্তানরা। যদিও তারকা হওয়া সত্ত্বেও সিনেমা দেখার অনুমতি নেই জায়েন-মিশার।
তবে মীরা জানান, শাহিদের এই একটি ছবি পারিবারিক। যেখানে মারামারি, হিংসা নেই। সে কারণে দুই সন্তানকে নিয়ে নিশ্চিন্তে দেখা যায় এই সিনেমা। বাবার ছবি দেখতে দুই খুদেও বেশ মজা পায় বলে জানান শাহিদ-পত্নী।
এনএইচ