সোনাক্ষী-শ্রদ্ধা প্রসঙ্গে নুসরাত
‘ওরা এমন দরজায় কড়া নাড়তে পারে, যার অস্তিত্বই আমি জানি না’
২০১০ সালে বলিউডে পা রেখেছিলেন নুসরত ভারুচা। একই বছরে আত্মপ্রকাশ করেছিলেন সোনাক্ষী সিনহা আর শ্রদ্ধা কাপুর। তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনজনের ক্যারিয়ার গ্রাফ একদমই আলাদা।
কেন এই ফারাক? সেই উত্তরেই নিজের অভিজ্ঞতা থেকে সোজাসাপ্টা জবাব দিলেন নুসরত। জানালেন, ‘ওরা এমন দরজায় কড়া নাড়তে পারে, যার অস্তিত্বই আমি জানি না!’
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে নুসরত আরও বলেন, “স্টার কিডদের একটা বিরাট সুবিধা থাকে। কারণ ওরা বা তাদের পরিবার বলিউডের লোকেদের চেনে, জানে। ওরা এমন জায়গায় পৌঁছাতে পারে, যেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এটা ভীষণ বাস্তব এবং বিরাট সমস্যার।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নুসরত আরও বলেন, ‘আমি স্টারকিডদের এড়িয়ে চলি না, তবে এটা সত্যি যে ওদের জন্য সব কিছু অনেক সহজ। ওরা ইনসাইডার, আর আমি একেবারে বাইরের লোক।’
ক্যারিয়ারে যারা কাজের সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তবুও যারা আমার অবিনয় প্রতিভার উপর ভরসা রেখে কাজ দিয়েছেন— লাভ রঞ্জন, হংসল মেহতা, বিশাল ফুরিয়ার মতো সেই পরিচালকদের কাছে আমি কৃতজ্ঞ। তার ফের আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন, এটাই বড় প্রাপ্তি।’
এনএইচ