কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা পেরিয়ে গেছে প্রায় এক সপ্তাহ। তবু এখনও আতঙ্ক, বিষণ্নতা কাটিয়ে উঠতে পারছেন না ভারতীয়রা। 

সেই মর্মান্তিক ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনেও। ঠিক যেমনভাবে ছুটি কাটাতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং।

এই মুহূর্তে দুবাইয়ে পরিবারসহ ছুটি কাটাচ্ছেন ভারতী। কিন্তু মন পড়ে রয়েছে পহেলগামের ভয়াল ঘটনার স্মৃতিতে। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কান্নাভেজা চোখে নিজের মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

ভিডিওতে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে মন খুব খারাপ। জানি না এই অনুভূতি কেউ বুঝবেন কি না। যতবার পেহেলগামের ভিডিওগুলো দেখছি, ততবার কেঁপে উঠছি। সারারাত কেঁদেই কাটাচ্ছি। ছোট ছোট বাচ্চাগুলোর মুখ ভেসে উঠছে মনে—আর দেখা যাচ্ছে না এসব।’

ভারতীর কথায়, এই ধরণের ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের উপর। যাদের প্রচুর টাকা আছে, তারা বিদেশে ঘুরতে যেতে পারে। কিন্তু সাধারণ মানুষের কাছে সিমলা, মানালি, কাশ্মীরই একমাত্র গন্তব্য। এখন এমন পরিস্থিতি যে মানুষ বাড়ি থেকেই বেরোতে ভয় পাবে।

শৈশবের স্মৃতিচারণ করে ভারতী বলেন, ‘ছোটবেলায় আমাদের খুব সাধারণ অবস্থা ছিল। বেড়াতে যাওয়ার মানেই ছিল বৈষ্ণোদেবী মন্দির। সারা বছর সেই ট্রিপটার জন্য অপেক্ষা করতাম। এখনও এমন কত মানুষ আছেন যারা সারা বছরের সঞ্চয় খরচ করে একবার ঘুরতে যান। এখন সেই আনন্দটাই যেন আতঙ্কে ঢেকে যাচ্ছে।’

ভিডিওর শেষেও ভারতী একটাই অনুরোধ করেন—দেশজুড়ে যেন শান্তি বজায় থাকে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন ভারতী। জানিয়েছেন, সময় এসেছে বড় পদক্ষেপ নেওয়ার। যদিও তিনি এই মুহূর্তে গর্ভবতী নন, তাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ভবিষ্যতে যেন কন্যা সন্তানের মা হতে পারেন তিনি।

এনএইচ