ছুটি কাটাতে গিয়ে কাশ্মিরে খুন হন অভিনেত্রীর বাবা
যুদ্ধক্ষেত্রে বাবাকে হারিয়েছিলেন বলি অভিনেত্রী নিমরত কৌর। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বাবার মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতি নিয়ে মুখ খুলেছেন তিনি।
নিমরত বলেন, ‘বাবা ছিলেন একজন আর্মি মেজর। ভেরিনাগ নামের একটি জায়গায় সেনাবাহিনীর সীমান্ত সড়কে নিযুক্ত একজন ইঞ্জিনিয়ার’।
বিজ্ঞাপন
অভিনেত্রী জানান, তার বাবা থাকতেন কাশ্মীরে। আর পরিবারের বাকিরা থাকতেন পাটিয়ালাতে।
একবার জঙ্গিরা অপহরণ করেছিল নিমরতের বাবাকে। অভিনেত্রী বলেন, ‘জঙ্গিরা এমন কিছু দাবি করেছিল যা আমাদের পক্ষে মেটানো সম্ভব হয়নি। সেই হামলার জন্য দায়ী ছিল সন্ত্রাসী সংগঠন হিব-উল-মুজাহিদিন।’
বিজ্ঞাপন
নিমরত বাবার মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘১৯৯৪ সালে কাশ্মিরে আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। সেসময় জঙ্গিরা বাবাকে তার কর্মস্থান থেকে অপহরণ করে।’
নিমরতের কথায়, ‘সাতদিন পর ওরা মেরে ফেলে বাবাকে। বাবার তখন বয়স মাত্র ৪৪ বছর। আমরা খবর পেয়ে বাবার মৃতদেহ নিয়ে দিল্লি চলে আসি।’
অভিনেত্রী আরও বলেন, সেনারা কিন্তু দেশের প্রতিটি নাগরিকের পরিবারের অংশ। দেশের সুরক্ষার্থে তারা ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবনের তোয়াক্কা না করেই আপনাকে সুরক্ষা প্রদান করে। আমি আশাবাদী, আমার বাবার কর্মের জন্য মানুষ নিশ্চয়ই আজও তাকে ভালবাসেন।’
প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে। অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তি হিসাবে তিনিই প্রবেশ করেছিলেন, এমন গুঞ্জন রটেছিল।
যদিও এই রটনাকে পাত্তা দেননি নিমরত। এমনকী পরে অভিষেক-ঐশ্বরিয়া তাদের অটুট দাম্পত্যের ঝলক সবার সামনে এনে এই গুঞ্জনকে ভুয়ো প্রমাণ করেছিলেন।
এনএইচ