অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া, টুইঙ্কেলের ব্যঙ্গ!
শোনা যাচ্ছে, ‘অপারেশন সিঁদুর’ সিনেমা নিয়ে বলিউডের অন্দরে নাকি চলছে দড়ি টানাটানি! আর সেই ঝামেলা বেঁধেছে অভিনেতা অক্ষয় কুমার এবং ভিকি কৌশলের মধ্যে। আর তাদের অনুরাগী-নেটিজেনদের মাঝে চলা এই আলোচনা নিয়ে ব্যঙ্গ করলেন অক্ষয়ের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেলখান্না।
বরবারই স্পষ্টবাদী টুইঙ্কেল। কিছু লেখার সময় তার রসবোধের জুড়ি মেলাও ভার! তাই তো অক্ষয় ও ভিকির ঝগড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুইঙ্কেল।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর কয়েকদিন আগেই পাওয়া নাম রেজিস্ট্রেশনের হিড়িক দেখে। যদিও যুদ্ধের আবহে ‘অপারেশন সিঁদুর’ সিনেমার পোস্টার প্রকাশ্যে আসলে তা বিতর্ক হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এমন আবহেই চর্চার শিরোনামে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা- অক্ষয় কুমার এবং ভিকি কৌশল। এই সিনেমায় অভিনয়ের জন্য মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী হিসেবে নাম লিখিয়েছেন অক্ষয়। এদিকে ভিকি কৌশল ইন্ডাস্ট্রির অনুজ হলেও ‘উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘সর্দার উধম’-এর মতো ছবি উপহার দিয়েছেন। শুধু তাই নয়, তার সাম্প্রতিক ছবি ‘ছাবা’ও ভারতের বীর সন্তানের গল্প বলে। তাই জল্পনা উঠেছে, দুই অভিনেতার মধ্যে নাকি ‘অপারেশন সিঁদুর’ সিনেমা নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে।
সামাজিক মাধ্যমে টুইঙ্কেল ব্যাঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি-মিথ্যে খুঁজে বের করা খুব কঠিন। আমি যখন জানতে পারি অক্ষয় নাকি এই সিনেমাটির জন্য ভিকির সঙ্গে রীতিমতো ঝগড়া করেছে, তখন এক মুহূর্ত অপেক্ষা না করে আমি ওকে ফোন করি। বলি, তুমি নাকি অপারেশন সিঁদুর ছবিটা নিয়ে ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া বাধিয়েছ? ও কোনোরকমে দম ফেলে আমাকে বলে- ‘আরে এসব ভুয়া খবর। আমার পা পুড়েছে, রাখো। পরে ফোন করছি।’ আমি ভাবলাম ফোন রাখার জন্য অন্য কোনো অজুহাতও দিতে পারত।’
এরপরই টুইঙ্কেলের সংযোজন, ‘অক্ষয় বাড়ি ফিরতেই দেখলাম, ওর পায়ে সত্যিই একটা দৃশ্যের শুটিং করার সময়ে আগুন লেগেছিল। আসলে এত ভুয়া তথ্য চারদিকে কোনটা বিশ্বাস করব না করব না, বুঝে পাই না।’
তবে ‘অপারেশন সিঁদুর’ ছবি নিয়ে অক্ষয় বনাম ভিকি কৌশলের দ্বন্দ্ব যে খবর, সেটা ব্যাঙ্গাত্মকভাবেই নিজস্ব স্টাইলে জানিয়ে দিলেন লেখিকা টুইঙ্কেল খান্না।
ডিএ