সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউডের ভাইজান সালমান খানের। একেতো মাথায় মৃত্যুর খাঁড়া, সিনে দুনিয়াতেও দেখাতে পারছেন না নিজের খেল। গত কয়েক বছরে তার ঝুলিতে জমেছে ব্যর্থতার বোঝা। এরপরও আশার আলো দেখা গিয়েছিল গেল ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ কে ঘিরে। কিন্তু বক্স অফিসে যে খুব বেশি জমাতে পারেনি সালমানের এই সিনেমা।

এবার এ নিয়ে সালমানকে সরাসরি কটাক্ষ করলেন অনুরাগীরা। টেনে আনলেন শাহরুখ খানের নামও। বলা বাহুল্য, শাহরুখ খান আর সালমান খান, বলিউডে দুই তেজি ঘোড়া তিন দশক ধরে দাপিয়ে বেড়াচ্ছে বলিউড। কিন্তু অনুরাগীদের কাছে এখন শাহরুখের তুলনায় অনেকটাই পিছিয়ে সালমান। 

সালমানের ভক্তরাই সালমানের ওপর হতাশ। কেউ লিখেছেন, ‘এ ছবিটা দেখার চেষ্টা করতে চাইলেও যথেষ্ট বুকের পাটা থাকতে হয়।’ আর এক নেটিজেন লিখেছেন, ‘ছবিটা ১০ মিনিটও দেখা যায় না। সালমানের উচিত এ ধরনের ছবিতে অভিনয় না করা। তার অবসর নেওয়া উচিত।’ 

এরপরই এক নেটাগরিক টেনে আনেন শাহরুখ খানের প্রসঙ্গ। তিনি স্পষ্ট লেখেন, ‘সালমানের উচিত শাহরুখের থেকে কাজ শেখা। কী ভাবে শাহরুখ নিজেকে বদলেছেন তা দেখে নেওয়া প্রয়োজন সালমানেরও।’

এদিকে গত ২৫ মে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘সিকান্দার’। অনেক ছবির ক্ষেত্রেই দেখা গেছে, প্রেক্ষাগৃহে তেমন সমাদর না পেলেও ওটিটিতে দর্শকের ভালো লেগেছে। কিন্তু ‘সিকান্দার’-এর ক্ষেত্রে তেমন ঘটল না।

ডিএ