প্রয়াত অভিনেতা রাজেশ, প্রিয় বন্ধুর মৃত্যু মানতে পারছে না রজনীকান্ত
৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণী অভিনেতা রাজেশ। রজনীকান্তের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন তিনি। বন্ধুর চলে যাওয়ায় স্বজন হারানোর বেদনায় ব্যথিত থালাইভা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিম্ন রক্তচাপে ভুগছিলেন রাজেশ। হঠাৎই শ্বাসের কষ্ট শুরু হয় তার। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। ভর্তি করানোর কথা ছিল চেন্নাইয়ের এক হাসপাতালে।
বিজ্ঞাপন
পরিবার জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাজেশের।
এই খবর শুনে শোকস্তব্ধ রজনীকান্ত। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু রাজেশের অসময়ে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমার হৃদয় ব্যথিত। রাজেশ এক অসামান্য মানুষ ছিলেন। ওর আত্মার শান্তি কামনা করি। তার পরিবার ও নিকট বন্ধুদের জানাই সমবেদনা ও ভালোবাসা।’
বিজ্ঞাপন
১০০টিরও বেশি তামিল ছবিতে অভিনয় করেছেন রাজেশ। ইনটেন্স চরিত্রে অভিনয় করার জন্য সুনাম অর্জন করেছিলেন। কে বালাচন্দেরের হাত ধরে সিনেমার দুনিয়ায় আসেন রাজেশ। সেই ছবির নাম ‘আভাল উরু থোদারকাধাই’।
রাজেশ অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘থান্নির থান্নির’, ‘আন্ধা ৭ নাটকাল’, ‘পায়ালানঙ্গাল মুদিভাধিল্লাই’।
মূলত পার্শ্বচরিত্রেই অভিনয় করতেন রাজেশ। তবে নায়ক হিসেবেও তাকে দেখা গেছে ‘কান্নি পারুভাথিলে’র মতো তামিল ছবিতে। কেবল তামিল সিনেমায় নয়, রাজেশ অভিনয় করেছেন তেলুগু, মালয়ালালম ছবিতেও।
২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বহু তামিল ছবিতে ডাবিং করেছেন। টেলিভিশনে কাজ করেছেন চুটিয়ে। ‘আলাইগল’, ‘রোজা’, ‘পুভে উনাক্কাগা’, ‘কানা কানুম কালাঙ্গাল’ রয়েছে সেই তালিকায়।
পরিবার বলতে রাজেশের রয়েছেন এক ছেলে, এক মেয়ে। অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার চেন্নাইয়ের রামাপুরামের বাড়িতে। মেয়ে আমেরিকা থেকে এলেই হবে শেষকৃত্য।
এনএইচ