‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শো ঘিরে যেমন চর্চা, তেমনই বিতর্ক। বলিউড তারকাদের অন্দরের কথা বের করতে সঞ্চালক কপিল শর্মার জুড়ি মেলা ভার! সাংসারিক দ্বন্দ্ব থেকে প্রেম-ভালোবাসা, বিচ্ছেদ, রসিকতার ছলেই তারকাদের ভেতরের গল্প নিয়েই চর্চা হয় এই শো-এ। 

তবে এবার এই শো- নিয়েই বেরিয়ে এলো ভেতরের কথা! তারকা নভজ্যোৎ সিং সিধুর মতে, তার কারণেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করতে পেরেছেন কপিল শর্মা। 

কীভাবে কপিলের শোয়ের সঙ্গে সিধুর যাত্রা শুরু হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারকা নিজেই। শুধু তাই নয়, আজ কপিল শর্মা শো যেখানে দাঁড়িয়ে রয়েছে, তার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সিধুর কথায়, এই শোয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগে চ্যানেলের সামনে একটাই শর্ত রেখেছিলাম যে বিশেষ অতিথি হিসেবে আমার জায়গা পাকা করতে হবে। তাহলেই কপিলের শোয়-এ যাব।

সিধু বলেন, ‘কপিল আমার কাছে এসে অনুরোধ করে বলেছিলেন- “পাজ্জি, আমার একটা অনুরোধ রয়েছে, আপনি যদি আমার শো-এর সঙ্গে যুক্ত হন, একমাত্র তাহলেই চ্যানেল আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেবে।” আমি তখন ওকে জিজ্ঞেস করি- “এই সিদ্ধান্তটা কার?” কপিল জানিয়েছিলেন- “কালার্স চ্যানেলের কর্তা রাজ নায়ক সাহেব নিজে একথা বলেছেন।” আসলে রাজ চেয়েছিলেন আমি কপিলের শো-এ যোগ দিয়ে টিআরপি বাড়াই। আমরা প্রাতঃরাশে দেখা করলাম। তারপর রাজি হয়ে যাই।’

সিধু এও বলেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো থেকেই জনপ্রিয়তা বাড়ে কপিলের। তবে কমেডি সার্কাসে ওকে ব্যবহার করা হয়েছিল। তখনও ওর সেরকম পরিচিতি তৈরি হয়নি। তাই ওর যখন সাহায্যের প্রয়োজন হয়েছিল, আমি পাশে দাঁড়িয়েছি।’

ডিএ