'নেগেটিভ খবরই বেশি বিক্রি হয়', পরিবার নিয়ে গুজবে মন্তব্য অভিষেকের
‘নেগেটিভ খবর বেশি বিক্রি হয়’ - এই সংক্ষিপ্ত উত্তরেই যেন অভিষেক বচ্চন বুঝিয়ে দিলেন, কেন তিনি ও তার পরিবারকে নিয়ে চলা গুজব এবং ট্রোলিং-এর জবাব সাধারণত দেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেছেন, ভুয়া তথ্য বা নেতিবাচক মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে সময় নষ্ট করার কোনও মানে হয় না।
বিজ্ঞাপন
অভিষেক বলেন, ‘আগে এসব কথা আমাকে তেমন প্রভাবিত করত না। কিন্তু এখন আমার একটা পরিবার আছে। এখন এসব আঘাত দেয়। আপনি যদি কিছু স্পষ্ট করে বলতে যান, তাও ঘুরিয়ে ভুলভাবে প্রচার করা হয়। কারণ, নেগেটিভ খবরই বিক্রি হয়। আপনি ‘আমি’ নন। আপনি আমার জীবনটা যাপন করছেন না। আপনি তাদের কাছে জবাবদিহি করছেন না, যাদের কাছে আমাকে করতে হয়।’
তিনি আরও বলেন, ‘যারা এরকম নেতিবাচক কথা বলেন, তাদের নিজেকে প্রশ্ন করা উচিত - তারা কী বলছেন, কেন বলছেন। কোথাও না কোথাও তো নিজের বিবেকের কাছেই জবাবদিহি করতে হয় শেষ পর্যন্ত। এটা তো শুধু আমার ব্যাপার নয় – এখানে আমার পরিবারও জড়িয়ে রয়েছে।’
বিজ্ঞাপন
কথা প্রসঙ্গে অভিষেক একটি ঘটনার উল্লেখ করেন, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এবং সেখানে এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ‘অত্যন্ত কুরুচিকর’ মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে অভিষেকের বন্ধু সিকান্দার বিরক্ত হলেও, অভিষেক নিজেই ওই ট্রোলারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘এসব কথা যদি আপনি সত্যিই ভেবে থাকেন, তাহলে সামনাসামনি এসে সেটা বলুন। আমি ঠিকানাও দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, এসে মুখোমুখি বলুন।’
তিনি বলেন, ‘স্ক্রিনের আড়ালে বসে থাকা খুব সহজ। কিন্তু আপনি যেটা লিখছেন, সেটা কাউকে আঘাত করছে, এটা বুঝতে হবে। যতই কেউ ‘থিক স্কিন’ হোক না কেন, কোথাও না কোথাও গিয়ে গায়ে লাগে।’
অভিষেক আরও বলেন, ‘যদি সাহস থাকে, সামনে এসে বলুন না। অন্তত বুঝব, আপনার নিজের কথার ওপর বিশ্বাস আছে। আমি সেটা সম্মান করব।’
অভিষেক বচ্চন এখন ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘কালিধার লাপাতা’-র প্রচারে। ছবিটি ৪ জুলাই থেকে জি৫ অ্যাপে স্ট্রিমিং শুরু হবে।
এনএইচ