এক সময় বলিউডে অন্যতম আলোচিত জুটি ছিলেন সালমান খান ও সংগীতা বিজলানি। তাদের প্রেম, বিচ্ছেদ কারও অজানাও নয়। তবে তাদের সেই সম্পর্ক আজও রয়ে গেছে বন্ধুত্বের জায়গায়; তারই নিদর্শন মিলল সংগীতার জন্মদিনের পার্টিতে।

বিশেষ এই দিনটি উদযাপন করতে সেই পার্টিতে হাজির হন বলিউডের ভাইজান, পৌঁছান কড়া নিরাপত্তার মধ্যে। এদিন তার পরনে ছিল কালো টি-শার্ট ও ডেনিম। তবে ক্যামেরাবন্দি হওয়ার মুহূর্তে তার মুখে দেখা যায় গাম্ভীর্য; চোখে মুখে ছিল খানিকটা রাগী ভাব।

তবে সেই ভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, লিফটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক খুদে অনুরাগীর উপস্থিতি মুহূর্তে বদলে দেয় ভাইজানের মুড। সেই শিশুকে দেখে হেসে ওঠেন সালমান, ছবিও তোলেন তার সঙ্গে। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে সংগীতা বিজলানির জন্মদিনের পার্টিতে ভাইজানের সঙ্গে তোলা সেই মুহূর্ত ইনস্টাগ্রামে ইতোমধ্যেই শেয়ার করে নিয়েছেন অর্জুন বিজলানি।

এরই মধ্যে ভাইরাল একটি পুরোনো ভিডিওতে দেখা যায়, নীল রঙের একটি পোশাকে সংগীতা বিজলানি। এ সময় সালমান সংগীতাকে গিয়ে জড়িয়ে ধরেন, কপালে চুমুও খান সালমান।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে সালমান ও সংগীতা বিজলানির প্রেমের সম্পর্ক দানা বেঁধেছিল। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের দেখা হয়। পরে সম্পর্কের সূত্রপাত। দীর্ঘদিন সেই সম্পর্কে ছিলেন তারা দুজন। নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত। কিন্তু তা আর হয় না। পরে ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন সংগীতা। সেই বিয়েও টেকেনি। তবে সালমানের সঙ্গে সম্পর্ক পরিণতি না পেলেও আজও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট।

ডিএ