ফেয়ারনেস ক্রিমের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী
ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন মানে লোভনীয় প্রস্তাব। তবুও তা করতে আপত্তি জানিয়েছেন ভারতের অনেক অভিনেত্রী। এবার একই সংবাদের শিরোনামে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেত্রী আভিকা গৌর। তিনি জানান, এই ধরনের বিজ্ঞাপনে তিনি কাজ করবেন না।
অভিনেত্রী হিসেবে অল্প বয়সে অভিষেক হয় আভিকার। বরাবরই তার ত্বক নিয়ে সন্তুষ্ট তিনি। সম্প্রতি পরপর তিনটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাবকে না করে দিলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আভিকা বলেন, ‘শুধু ফর্সা হওয়াই কারও পার্সোনালিটির সমতুল্য হতে পারে না। এটি সৌন্দর্যের প্রতি এক ধরনের অবাস্তব দৃষ্টিভঙ্গি। যা সমাজের তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’
এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আভিকা আরও বলেন, ‘একটা সময় নিজের ত্বক নিয়ে আমি অসন্তোষ ছিলাম। আয়নায় নিজেকে দেখতেও চাইতাম না। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পর থেকে নিজেকে ভালোবাসতেও শুরু করি।’
বিজ্ঞাপন
সমাজের সৌন্দর্য নিয়ে সঠিক বার্তা তুলে ধরতে চেয়েছেন আভিকা। নিজেকে ভালোবাসা, নিজের খুশি থাকাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারে।
‘বালিকা বধূ’ সিরিয়ালের ছোট্ট আনন্দীর চরিত্রে অভিনয় দিয়ে পরিচিতি পান আভিকা। তবে সে এখন অনেক বড়। এ বছর ২৩ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। হিন্দি সিরিয়ালে কাজ করার পাশাপাশি এখন তেলুগু সিনেমাতেও দেখা যায় এই তারকাকে।
এমআরএম