মৃত্যুর ৫ বছর পর প্রকাশ্যে অভিনেত্রীর প্রেমের খবর
হিন্দি সিরিয়ালের অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেছেন ২০১৬ সালে। তখন জানা গিয়েছিল, প্রেমিক অভিনেতা রাহুল রাজ সিং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি তিনি মারধর পর্যন্তও করতেন।
সেই সময় রাহুল রাজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়। অভিনেত্রীর মৃত্যুর ৫ বছর পরে প্রকাশ পেল চাঞ্চল্যকর এক ঘটনা। প্রযোজক বিকাশের সঙ্গেও নাকি সম্পর্ক ছিল প্রত্যুষার।
বিজ্ঞাপন
বিকাশ নিজেই এই খবর ফাঁস করেছেন। তিনি বলেন, ‘খুব কম সময়ের জন্য হলেও আমি আর প্রত্যুষা সম্পর্কে ছিলাম।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা জানান ‘বিগ বস’ প্রতিযোগী বিকাশ। তিনি আরও বলেন, ‘আমি যে কয়েকজন নারীর সঙ্গে প্রেম করেছি, তাদের মধ্যে কেবল দুজন জানতেন যে আমি পুরুষদের প্রতিও আকৃষ্ট। তাদের মধ্যে প্রত্যুষা একজন।’
বিজ্ঞাপন
আর এজন্যই তাদের সম্পর্ক ভেঙে যায় কিছু দিনের মধ্যে। বিকাশ জানান, কয়েক জন ব্যক্তি তাকে নিয়ে প্রত্যুষার কাছে খারাপ কথা বলায় প্রয়াত অভিনেত্রী সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান। বিচ্ছেদ হলেও তারা বেশ ভালো বন্ধু ছিলেন বলে জানান তিনি।
এমআরএম